Priyanka Chopra, Nora Fatehi (Photo Credit: Instagram)

মুম্বই, ৯ জানুয়ারি: জ্বলছে লস এঞ্জেলস (Los Angeles Wildfire)। ৪৮ ঘণ্টার বেশি সময় ধরে দাবানলের গ্রাসে লস এঞ্জেলসের বনাঞ্চল। যার জেরে পুড়ে ছারখার  হয়ে যাচ্ছে বহু বাড়িঘর। এবার লস এঞ্জেলসের দাবানল নিয়ে ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করলেন নোরা ফতেহি (Nora Fatehi)। নোরা বলেন, কয়েক মুহূর্তের নোটিশে তাঁর লস এঞ্জেলস ছাড়তে হয়েছে। না হলে কী হত,তা ভেবেই শিউরে উঠছেন নোরা। লস এঞ্জেলসের বর্তমান পরিস্থিতি ভয়াবহ বলেও মন্তব্য করেন বলিউড (Bollywood)  অভিনেত্রী।

আরও পড়ুন: Los Angeles Wildfire Video: প্যারিস হিলটন থেকে ম্যান্ডি মুর, তারকাদের বাংলো পুড়ে ছারখার, দিন-রাত জ্বলছে লস এঞ্জেলস, দাবানল রোধে জলের অভাবে ভয়াবহতা বাড়ছে

নোরা নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে লস এঞ্জেলসের আগুনের ভিডিয়ো শেয়ার করেন। কীভাবে হু হু করে আগুনের গ্রাসে বাড়িঘর, রাস্তাঘাট চলে যাচ্ছে, সেই ঝলক দেখান নোরা।

নোরার পাশাপাশি প্রিয়াঙ্কা চোপড়াও (Priyanka Chopra) দাবানলের ভয়াবহতার কথা উল্লেখ করেন। প্রিয়াঙ্কা জানান, লস এঞ্জেলসে তাঁর যে বাংলো রয়েছে, সেখান থেকে মাত্র কিছু দূরে দাবানলের গ্রাসে বাড়িঘর। তবে প্রশাসন, দমকল কর্মীরা যেভাবে এক নাগাড়ে কাজ করছেন মানুষের প্রাণ বাঁচাতে, তাকে কুর্ণিশ জানান প্রিয়াঙ্কা চোপড়া।

প্রিয়াঙ্কাও ইনস্টায় লস এঞ্জেলসের আগুনের ভিডিয়ো শেয়ার করেন।