দিল্লি, ৯ জানুয়ারি: জ্বলছে লস এঞ্জেলেস ( Los Angeles Wildfire)। দাউ দাউ করে জ্বলছে গোটা শহর থেকে সৈকত, সবকিছু। লস এঞ্জেলসের দাবানলের পুড়ে ছাই হয়ে যাচ্ছে সৈকত শহর মালিবু। হলিউড তারকাদের পছন্দের অন্যতম জায়গা মালিবুর বাংলো থেকে রিসর্ট সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে কয়েক ঘণ্টার মধ্যে। লস এঞ্জেলসের দাবানলের জেরে ইতিমধ্যেই ১ লক্ষ মানুষ পালিয়ে গিয়েছে। পালিয়ে প্রাণ বাঁচাতে শুরু করেছেন আরও অনেকে। সরকারি হিসেবে ১ লক্ষ মানুষ পালালেও, বেসরকারি পরিসংখ্যান আরও বেশি বলেই মনে করা হচ্ছে। সেই সঙ্গে ১৫০০ বাড়িঘর আগুনে পুড়ে ধূলিস্যাৎ হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। সবকিছু মিলিয়ে সময় যত গড়াচ্ছে, তত কঠিন হচ্ছে লস এঞ্জেলসের পরিস্থিতি।
লস এঞ্জেলসের প্রায় ৩ হাজার একর জমি পুড়ছে। ফলে প্রশাসন অত্যন্ত তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ শুরু করেছে। তা সত্ত্বেও এখনও পর্যন্ত দাবানলের গ্রাসে ৫ জনের প্রাণ গিয়েছে বলে খবর। বিলি ক্রিস্টাল, ম্যান্ডি মুর, প্যারিস হিলটন-সহ একাধিক তারকার কারও ক্যালিফোর্নিয়া আবার কারও মালিবুর বাড়ি, বাংলো আগুনের গ্রাসে ছারখার বলে রিপোর্টে প্রকাশ।
পুড়ছে লস এঞ্জেলস। দাবানলের গ্রাসে বাড়িঘর...
Los Angeles is burning !
Wildfire is unstoppable!#Hollywood #wildfire pic.twitter.com/BcPJMHiBPL
— North East West South (@prawasitv) January 9, 2025
দাবানল রোধ করতে জলের অভাব দেখা দিয়েছে বলে খবর...
Images capture residential areas engulfed in flames in Pasadena, California, as police call for evacuation and firefighters battle a raging wildfire in the Los Angeles suburbs. https://t.co/NxEYb5svfv pic.twitter.com/whBkcsKxC9
— Voice of America (@VOANews) January 9, 2025
লস এঞ্জেলসের আগুন নেভাতে ওরেগন, ওয়াশিংটন, উটাহ থেকে দমকল বাহিনীকে আনা হচ্ছে। একযোগে কাজ করেও দাবানল নেভাতে তাঁরা এখনও পারেননি বলে খবর। দাবানলের সঙ্গে যুক্ত হয়েছে হ্যারিকেনের মত ঝোড়ো হাওয়া, যা স্যান্টা অ্যানা নামে পরিচিত। ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে বইছে এই ঝড়। যা দাবানলের গতিকে আরও দ্রুত করে তুলছে। লস এঞ্জেলসের দাবানল রোধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিশেষ পদক্ষেপ করেছেন। শিগগিরই যাতে লস এঞ্জেলসের দাবানল নিয়ন্ত্রণ আনা যায়, সে বিষয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।