ফের শহর কলকাতার আরও এক ঝুপড়িতে আগুন। এবার ডায়মণ্ড হারবার রোডে জোকায় (Joka) খালপোলের কাছে ঘটনাটি ঘটেছে। জানা যাচ্ছে, ওই এলাকায় একাধিক ঝুপড়ি রয়েছে। এদিন সেখান থেকেই বিকেল সাড়ে ৫টার কিছুটা পরে ধোঁয়া বেরোতে দেখেন প্রত্যক্ষদর্শীরা। তারপরেই বিকট শব্দ হয়। আর তাতেই আগুনের তীব্রতা বেড়ে যায়। দাউদাউ করে জ্বলে ওঠে একাধিক ঝুপড়ি। এরমধ্যে বেশ কয়েকবার বিস্ফোরণে শব্দ হয়। ঘটনাস্থলে তড়িঘড়ি চলে আসে দমকল বাহিনী। আগুনের তীব্রতা এতটাই বেশি যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের।

অগ্নিকাণ্ডের কারণ

দমকল আধিকারিকদের মতে, সিলিন্ডার ফেটে যাওয়ার কারণেই আগুন বেড়ে গিয়েছিল। তবে ঘটনাটি কী কারণে ঘটেছে সেটা পরবর্তী সময়ে তদন্ত করে জানা যাবে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। তবে ঘর হারিয়েছেন বহু মানুষ। অন্যদিকে শেষ পাওয়া খবর অনুযায়ী আগুন আপাতত নিয়ন্ত্রণে এসেছে। এই ঘটনায় দমকলকর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।