সাতসকালে জোকা ইএসআইসি হাসপাতালের (ESIC Hospital) বয়েজ হস্টেলেরে পেছন দিক থেকে উদ্ধার এক রহস্যজনক ব্যাগ। আর সেই ব্যাগ থেকে উদ্ধার হল মাংসপিণ্ড। যা নিয়ে তুমুল শোড়গোল পড়ে যায় হাসপাতাল চত্বরে। এই মাংসপিণ্ডটি মানুষের নাকি কোনও পশুর সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ এসে ইতিমধ্যে মাংসভর্তি ব্যাগটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ব্যাগ নিয়ে কাড়াকাড়ি কুকুরদের

জানা যাচ্ছে, শুক্রবার সকালে হাসপাতালের ক্যান্টিনে কর্মী ও হাসপাতালে রোগীর পরিবারের লোকেদের ভিড় বাড়ছিল। সেই সময় ক্যান্টিনের পাশের জানলা থেকে দেখা যায় কয়েকটি কুকুর মিলে ওই ব্যাগটি নিয়ে কাড়াকাড়ি করছে। আর সেটি দেখে কর্মীরা বাইরে গিয়ে দেখতে চক্ষু চড়কগাছ হয়ে যায়। দেখে ব্যাগের মধ্যে দলা পাকানো মাংসপিণ্ড।

বয়েজ হস্টেলের পাশ থেকে উদ্ধার ব্যাগভর্তি মাংস

এই অবস্থা দেখেই পুলিশে খবর দেন হাসপাতালের কর্মীরা। ঘটনাস্থলে চলে যান স্থানীয় থানার পুলিশ। পুলিশসূত্রে খবর, ক্যান্টিনের পাশে বয়েজ হস্টেল রয়েছে। ফলে এই ঘটনা নিয়ে সেখানেও আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যেই ওই ব্যাগটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। যদিও কে এই ব্যাগ রেখে গেল সেই বিষয় নিয়েও ধোঁয়াশা রয়েছে। সেই কারণে ইতিমধ্যেই হাসপাতাল চত্বরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেছেন তদন্তকারীরা।