প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

পোষা কাকাতুয়া (Cockatoo) পাখিকে জল থেকে উদ্ধার করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা থানার এলাকার জাড়া গ্রামের রুই দাসপাড়া এলাকায়। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত যুবকের নাম শ্রীরাম রুইদাস। জল থেকে শ্রীরামের দেহ উদ্ধারের সহ তাঁর পোষা কাকাতুয়ার দেহও উদ্ধার হয়েছে। জানা যাচ্ছে, কয়েকদিন আগেই কলকাতার পাখি বাজার থেকে কাকাতুয়া জোড়াকে নিয়ে এসেছিলেন। এদিন তাঁদের স্নান করাতে গিয়েই বিপত্তি ঘটে।

কীভাবে ঘটল দুর্ঘটনা

জানা যাচ্ছে, বছর ৩৫-এর ওই যুবকের পাখি পোশার শখ ছিল। এদিন বিকেলে বাড়ির সামনে থাকা পুকুরে পাখি দুটিকে স্নান করাতে নিয়ে এসেছিল। সেই সময় আচমকাই একটি পাখি জলে পড়ে যায়। সেটি তুলতে গিয়ে কিছু না ভেবেই পুকুরে নেমে পড়ে শ্রীরাম। আর তারপরেই কিছুক্ষণ হাবুডুবু খেয়ে ডুবে যায় ওই যুবক। এদিকে ওই সময় পুকুর পাড়ে কেউ ছিলেন না। তবে সন্ধ্যা নামলে তাঁকে খুঁজে না পেতে পুকুরপারে গিয়ে দেখেন তাঁর দেহ ভেসে উঠেছে।

পুলিশের তদন্ত

খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। তাঁরাই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। যদিও কীভাবে তাঁর মৃত্যু হল তা খতিয়ে দেখা হচ্ছে।