মুম্বই, ৯ জানুয়ারি: বছরের শুরুতেই দুর্ঘটনা। সোমবার রাত ১০টা নাগাদ উদিত নারায়ণের (Udit Narayan) অ্যাপার্টমেন্টে আগুন (Fire) লাগে। মুম্বইয়ের (Mumbai) অন্ধেরির ওবেরয় কমপ্লেক্সে থাকেন উদিত নারায়ণ। সোমবার রাতে সেখানেই আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করে। সোমবারের ঘটনার পর উদিত নারায়ণের এক সাক্ষাৎকারে সেই রাতের ঘটনা এবং তাঁরা কীভাবে রক্ষা পান, সেই কাহিনী উঠে আসে। বলিউডের (Bollywood) প্রথম সারির এই গায়ক জানান, ৬ জানুয়ারি রাতে ওবেরয় কমপ্লেক্সের অন্য উইংসে আগুন লাগে। ফলে চিৎকার, চেঁচামেচি শুরু হয়ে যায়। তাঁরাও তখন ভয় পেয়ে যান। ভাবতে শুরু করেন, কী করবেন। লিফটও বন্ধ হয়ে যায়। ফলে অত্যন্ত সাবধান, সতর্কতায় তাঁরা নীচে নেমে আসেন বলে জানান উদিত নারায়ণ।
ওবেরয় কমপ্লেক্সের ১১তলায় থাকেন উদিত নারায়ণষ সেখানে তাঁর পরিবারের পাশাপাশি তাঁর ১০৮ বছরের মাও থাকেন। ফলে অন্ধকার এবং ধোঁয়ায় ঢেকে যাওয়া ওবেরয় কমপ্লেক্স থেকে অত্যন্ত কষ্ট করে এবং সাবধানতা অবলম্বন করে তাঁরা নীচে নেমে আসেন বলে জানান বলিউডের এই জনপ্রিয় গায়ক।
তবে দমকল বাহিনীর প্রশংসা করেন গায়ক। ওই রাতে দমকল বাহিনীর কর্মীদের সাহয়তাতেই তাঁরা নীচে নেমে আসেন বলেও জানান উদিত নারায়ণ।