Chennaiyin FC vs Odisha FC, ISL 2024-25: চেন্নাইয়িন এফসি পরবর্তী ইন্ডিয়ান সুপার লিগ (Indian Super League 2024-25) ম্যাচে ওড়িশা এফসির মুখোমুখি হবে। টানা দুই ম্যাচ হেরে জয়ের ধারায় ফিরতে মরিয়া চেন্নাইয়িন এফসি। ইন্ডিয়ান সুপার লিগে তাদের শেষ পাঁচটি ম্যাচে, চেন্নাইয়িন কেবল একটি জয় পেয়েছে যা ঘরের মাটিতে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে এসেছিল। এরপর বেঙ্গালুরু এফসির কাছে ৪-২ গোলে হারের পর মুম্বই সিটির কাছে এক গোলে হেরে যায় মারিনা মাচানরা। আইএসএলে দশম স্থানে উঠে এল চেন্নাইয়িন এফসি। ১৪ ম্যাচে চার জয় ও তিন ড্রয়ে ১৫ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। অন্যদিকে, ওড়িশাও তাদের আগের দুটি লিগ ম্যাচে পয়েন্ট হারিয়েছে। ঘরের মাঠে এফসি গোয়ার কাছে ৪-২ গোলে হারের আগে মহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে গোলশূন্য ড্র করে তারা। ওড়িশা আজকের ম্যাচে আহমেদ জাহুহ থাকছেন না। গোয়ার বিপক্ষে হোম ম্যাচের শেষ মুহূর্তে লাল কার্ড দেখেন মরক্কোর এই মিডফিল্ডার। Kolkata Derby 2025: বছরের প্রথম কলকাতা ডার্বি খেলতে গুয়াহাটি যাবে মোহনবাগান-ইস্টবেঙ্গল
চেন্নাইয়িন এফসি বনাম ওড়িশা এফসি
𝐎𝐮𝐫 𝐟𝐢𝐫𝐬𝐭 𝐚𝐰𝐚𝐲 𝐟𝐢𝐱𝐭𝐮𝐫𝐞 𝐨𝐟 2️⃣0️⃣2️⃣5️⃣ 🔥
🕑: 7.30 PM IST
📺: JioCinema, Sports18, StarSports-3
🏟: JLN Stadium, Chennai#OdishaFC #AmaTeamAmaGame #KalingaWarriors #ISL #CFCOFC pic.twitter.com/7h2TPh3tEV
— Odisha FC (@OdishaFC) January 9, 2025
চেন্নাইয়িন এফসি বনাম ওড়িশা এফসি সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে চেন্নাইয়িন এফসি বনাম ওড়িশা এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ?
৯ জানুয়ারি চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে (Jawaharlal Nehru Stadium, Chennai) আয়োজিত হবে চেন্নাইয়িন এফসি বনাম ওড়িশা এফসির ম্যাচ।
কখন থেকে শুরু হবে চেন্নাইয়িন এফসি বনাম ওড়িশা এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ?
চেন্নাইয়িন এফসি বনাম ওড়িশা এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন চেন্নাইয়িন এফসি বনাম ওড়িশা এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ
সরাসরি টিভিতে চেন্নাইয়িন এফসি বনাম ওড়িশা এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন চেন্নাইয়িন এফসি বনাম ওড়িশা এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ
চেন্নাইয়িন এফসি বনাম ওড়িশা এফসি, আইএসএল ২০২৪-২৫ সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।