East Bengal vs Mohun Bagan (Photo Credit: @mohunbagansg/ X)

Kolkata Derby 2025: ইস্টবেঙ্গলের (East Bengal) বিরুদ্ধে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) বহু প্রত্যাশিত ইন্ডিয়ান সুপার লিগ ডার্বি আসল ভেন্যু সল্টলেক স্টেডিয়ামে নিরাপত্তার কারণে গুয়াহাটিতে আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। কলকাতার সল্টলেক স্টেডিয়ামে কলকাতার দুই জায়ান্টের মধ্যে ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু আসন্ন গঙ্গাসাগর মেলার কারণে আয়োজক মোহনবাগানের জন্য পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে না। যার ফলে ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড এই ম্যাচের স্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছে। ম্যাচটি হবে গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে। এই মরসুমে এই নিয়ে দ্বিতীয়বার কলকাতা ডার্বির স্থান পালটানো হয়েছে। অগাস্টে ডুরান্ড কাপে ম্যাচ বাতিল সহ নিরাপত্তার সমস্যার কারণে সময়সূচি পরিবর্তনের মুখোমুখি হতে হয়। এই বিষয়ে মোহনবাগান সুপার জায়ান্টের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। সেখানে ক্যাপশনে লেখা হয়েছে, 'শনিবারের ব্লকবাস্টার বড় ম্যাচ এবার গুয়াহাটিতে খেলা হবে।' East Bengal vs Mumbai City: কারেলির গোলে ইস্টবেঙ্গলের মুখ থেকে জয় কাড়ল মুম্বই সিটি

গুয়াহাটিতে কলকাতা ডার্বি

ভুবনেশ্বর এবং জামশেদপুরের মতো আরও বেশ কয়েকটি স্থানের কথা বিবেচনা করা হলেও গুয়াহাটি ভেন্যু পেয়েছে। পঞ্জাব এফসি ও এফসি গোয়া নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলবে। সুতরাং, গুয়াহাটিতে ম্যাচ আয়োজন করার অন্যতম কারণ অফিসিয়াল ব্রডকাস্টারকে অতিরিক্ত ব্যয়ের জন্য বেশী টাকা খরচ থেকে রেহাই দেওয়া। মোহনবাগান এসজি তাদের শেষ দশটি ম্যাচের মধ্যে আটটি জিতে দারুণ ফর্মে কলকাতা ডার্বিতে নামবে। মেরিনার্স আইএসএলে তাদের চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে কখনও হারেনি এবং সেই ধারায় চালিয়ে যেতে চাইবে। তবে হেড কোচ অস্কার ব্রুজনের আগমনের পর থেকে ইস্টবেঙ্গলের ভাগ্যের উত্থান দেখা যাচ্ছে এবং লিগে মাত্র দু'বার হেরেছে।