5th Bangladesh Film Festival

কলকাতায় শুরু হল পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর হাসান মামুদ। এছাড়াও ছিলেন বাংলাদেশের তারকা ফিরদৌস, পূর্ণিমা সহ এপার বাংলার তারকা পরিচালক গৌতম ঘোষ ও পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী তথা নাট্যকার ব্রাত্য বসু। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কলকাতার বাংলাদেশ উপ দূতাবাসের ব্যবস্থাপনায় ২৯ থেকে ৩১ জুলাই অনুষ্ঠিত হবে এই চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস বলেন- "চলচ্চিত্র উৎসবটি চলবে ২৯-৩১ জুলাই, ২০ টি পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র ,দুটি শর্ট ফিল্ম  ও দুটি ডকুমেন্টারি দেখানো হবে এই উৎসবে।

উৎসব চলাকালীন প্রতিদিন বেলা ১টা থেকে রাত ৮টা পর্যন্ত কলকাতার ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ নন্দন-১ ও নন্দন-২–এ প্রদর্শিত হবে বাংলাদেশের ২৪টি চলচ্চিত্র। আগে আসার ভিত্তিতে বিনা মূল্যে এই চলচ্চিত্রগুলো দেখতে পারবেন দর্শকেরা।

প্রদর্শিত হতে যাওয়া চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে—‘জেকে-১৯৭১’, ‘গণ্ডি’, ‘গুনিন’, ‘বিউটি সার্কাস’, ‘ন ডরাই’, ‘বীরকন্যা প্রীতিলতা’, ‘লাল শাড়ি’, ‘গেরিলা’, ‘দামাল’, ‘পরাণ’, ‘স্ফুলিঙ্গ’, ‘বিক্ষোভ’, ‘অবিনশ্বর’, ‘রেডিও’, ‘ওমর ফারুকের মা’, ‘দেশান্তর’, ‘পাপ পুণ্য’ ইত্যাদি।

বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ কলকাতায় পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, "সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং গোষ্ঠী বিনিময় বৃদ্ধি উভয় দেশের মধ্যে সম্পর্ক জোরদার করবে।"