জিম্বাবোয়েতে কলেরা মারাত্মক আকার ধারন করেছে। আফ্রিকার এই গরীব এই দেশে দাবানলের গতিতে ছড়িয়ে পড়ছে কলেরা। দেশের ১০টি প্রভিন্সের সব কটিতে এবং ৬২টি রাজ্যের মধ্যে ৪৫টি-তে কলেরা বড় আকারে থাবা বসিয়েছে। বেশ কিছু জেলায় কলেরা রোগীতে উপচে পড়েছে হাসপাতাল।
এখনও পর্যন্ত সরকারী হিসেবে জিম্বাবোয়েতে ৭ হাজার জন কলেরায় আক্রান্ত হয়েছেন, মৃত ১২। কিন্তু স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ, পরিস্থিতি এর থেকে অনেক বেশী খারাপ। কলেরায় মৃত্যুর সংখ্যা ৫০ ছাড়িয়েছে বলে দাবি জিম্বাবোয়ের সংবাদমাধ্যমের।
দেখুন এক্স
Zimbabwe declares state of emergency in Harare over cholera https://t.co/CbLHf9kNWV
— BBC News (World) (@BBCWorld) November 17, 2023
জিম্বাবোয়ের প্রশাসন গোটা দেশ জুড়ে কলেরার প্রাদুর্ভাবের কারণে জরুরি অবস্থা জারি করেছে। জল থেকেই এই রোগ ছড়িয়েছে বলে সে দেশের স্বাস্থ্যমন্ত্রক থেকে বলা হয়েছে। জিম্বাবোয়ের মাত্র ১২ শতাংশ মানুষ পরিশ্রুত পানীয় জল পান। বাকি সবাই দূষিত জলের ওপরেই নির্ভর করেন। সেখান থেকেই কলেরা ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে। ির্ভর করেন। সেখা
রাজধানী হারারের মেয়র জানালেন, ২০০৮ সালের মতই দেশের কলেরা পরিস্থিতি আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।