Donald Trump (Photo Credit: File Photo)

দিল্লি, ১২ ফেব্রুয়ারি: ট্রাম্পের (Donald Trump) নয়া নাগরিকত্ব (Citizenship) আইন বিপদে ফেলছে আমেরিকায় বসবাসকারী বহু ভারতীয়কে (Indians In US)। বিশেষ করে যে সমস্ত ভারতীয় দম্পতির সন্তান আসবে আর কয়েক মাসের মধ্যে, তাঁরা অনিশ্চয়তায় ভুগছেন। সন্তানের জন্ম হলে কীভাবে তারা আমেরিকার নাগরিক হবে, তা নিয়ে চিন্তায় বহু ভারতীয় দম্পতি। যদিও ট্রাম্পের এই নয়া নাগরিকত্ব আইনকে চ্যালেঞ্জ জানানো হয় মার্কিন মুলুকে। ফলে আপাতত নব্য প্রেসিডেন্টের এই নীতি স্থগিত রাখা হয়েছে। তা সত্ত্বেও শিগগিরই বাবা-মা হওয়ার আশায় থাকা কয়েক হাজার ভারতীয় অনিশ্চয়তায় রয়েছেন।

ক্ষমতায় আসার পর ডোনাল্ড ট্রাম্প H-1B ভিসাধারী নাগরিকদের জন্য যে নীতি নিয়েছেন, তার জেরে হইচই শুরু হয়েছে।  আমেরিকায় বসবাসকারী যে সমস্ত ভারতীয় বা বিদেশি নাগরিকরা রয়েছেন, তাঁদের সন্তানের জন্ম হলে, তাঁরা এমনিতেই মার্কিন মুলুকের নাগরিকত্ব পেয়ে যেত। তবে ট্রাম্পের নয়া নীতির জেরে নবাগত সন্তান আর কোনওভাবে সে দেশের নাগরিকত্ব পাবে না বলে জানানো হয়। ফলে মার্কিন মুলুকে বসবাসকারী বহু বিদেশির কাছে যা প্রবল ঝটকা বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: Donald Trump: গাজা দখলের স্বপ্ন নিয়েই জর্ডনের রাজার সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প

ক্যালিফোর্নিয়ার সান জোসে বসবাসকারী এক ভারতীয় বলেন, তাঁর স্ত্রী এই মাসেই আমেরিকার নাগরিকত্ব পাবেন। যদি ট্রাম্পের এই নয়া নিয়ম কার্যকর হয়, তাহলে কী হবে, তাঁরা জানেন না। মার্কিন মুলুকে বসবাসকারী বহু ভারতীয়র উপরই ট্রাম্পের এই নয়া আইন কড়া প্রভাব ফেলতে শুরু করেছে। শুধু তাই নয়, ওই প্রবাসী ভারতীয়র স্ত্রী সন্তানের জন্ম দেবেন আর কয়েক মাসের মধ্যে। ট্রাম্পের এই আইন কার্যকর হলে স্ত্রীর পাশাপাশি তাঁর সন্তানও আমেরিকার নাগরিকত্ব পাবে না। তা জেনেও স্ত্রী, সন্তানের জীবন বিপন্ন করে ওই ব্যক্তি কোনওভাবেই সি সেকশন বা অন্য কোনও পন্থা  অবলম্বন করতে চান না। স্ত্রী যাতে স্বাভাবিকভাবে সন্তানের জন্ম দিতে পারেন, তাই চান ওই তথ্য প্রযুক্তি কর্মী। নাগরিকত্ব পরে পেলেও হবে, আগে তিনি সুস্থভাবে স্ত্রী, সন্তানকে দেখতে চান বলে জানান।

প্রসঙ্গত এর আগে বহু ভারতীয় দম্পতি সি সেকশন করাবেন বলে চিকিৎসকের চেম্বারে ছুটে যান। যার জেরে মার্কিন মুলুকে বসবাসকারী ভারতীয় চিকিৎসক সতীশ কাঠুলা জানান, তিনি হবু বাবা-মায়েদের সি-সেকশন করানোর কথা ভুলতে বলছেন। নাগরিকত্বের জন্য স্বাভাবিক প্রসব থেকে সরে গিয়ে কখনও সি-সেকশন করানো উচিত নয় বলে বার বার পরামর্শ দিচ্ছেন তিনি।