
আইপিএল শুরু মুখে নতুন বিতর্কের জন্ম দিলেন লখনৌ সুপার জায়েন্টেস-এর নয়া অধিনায়ক ঋষভ পন্থ। দিল্লি ছেড়ে রেকর্ড ২৭ কোটি টাকায় সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজিতে গিয়ে নেতৃত্বভার পেয়েছেন পন্থ। গুরু দায়িত্বের আগে সুনীল গাভাসকরের 'স্টুপিড' কটাক্ষ ফিরিয়ে দিলেন পন্থ। ক মাস আগে অজি সফরে কারাপ শট খেলে আউট হওয়ায় পন্থকে কমেন্ট্রি বক্সে বসে তিনবার 'Stupid'বলে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন সানি। আর সেই সুরে গাভাসকরকে নকল করেস্টুপিড, স্টুপিড, স্টুপিড বলে কটাক্ষ করলেন পন্থ।
গাভাসকরকে কটাক্ষ!
গাভাসকরের মত সিনিয়র ক্রিকেটারকে এভাবে কটাক্ষ করায় পন্থকে নিয়ে সোশ্যাল মিডিয়ার একাংশ সমালোচনা করছেন। আবার এটাকে অনেকে নিছকই পন্থের মজা বলে উড়িয়ে দিয়েছেন।
দেখুন কীভাবে গাভাসকরকে নকল করে কটাক্ষ করলেন পন্থ
— a. 🎀 (@incessantkohli) March 17, 2025
কেন পন্থকে Stupid বলেছিলেন গাভাসকর
গত বছর ডিসেম্বরে অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফির বক্সিং ডে টেস্ট ম্যাচে খারাপ শট খেলে আউট হওয়া ঋষভ পন্থ-এর তীব্র সমালোচনা করেছিলেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার সুনীল গাভাসকর। সেই টেস্টের প্রথম ইনিংসে ভাল শুরু করেও অজি পেসার ডগ বোল্যান্ডের বলে দায়িত্ব জ্ঞানহীন শট খেলে আউট হওয়াকর ক্ষোভে ফেটে পড়ে এমসিজি-র কমেন্ট্রি বক্সে বসে গাভাসকর বারবার তাঁকে স্টুপিড বলে সমালোচলনা করতে থাকেন। গাভাসকরের পাশে বসা কমেন্টেটার হর্ষা ভোগলে ঘুরিয়ে গাভাসকরকে শান্ত করার চেষ্টা করলেও, সানি আরও সুর চড়িয়ে বলেন, পন্থের এখন টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে নয়, বরং বিপক্ষ দলের ড্রেসিংরুমে বসা উচিত। পন্থকে গাভাসকরের স্টুপিড কটাক্ষে দেশের ক্রিকেটমহলে ঝড় উঠেছিল।