Chinese Woman Dies at 103 After 80 Year Wait For Husband (Photo Credits: X)

স্বামীর পথ চেয়ে আট দশকেরও বেশি সময় কাটিয়ে দিলেন স্ত্রী। কিন্তু অপেক্ষা শেষ হল না। শেষ হল স্ত্রীর আয়ু। চিনে মৃত্যু হল ১০৩ বছর বয়সী এক বৃদ্ধার। গত ৮ মার্চ দক্ষিণ-পশ্চিম চীনের (China) গুইঝো প্রদেশে মারা গিয়েছেন ডু হুজেন (Du Huzhen) নামের ওই শতবর্ষী বৃদ্ধা। মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্তও নিজের স্বামীর অপেক্ষা চালিয়ে গিয়েছেন তিনি। কিন্তু বৃদ্ধার শেষ ইচ্ছা অপূর্ণই রয়ে গেল।

চিনের এক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, মৃত্যুর আগে বৃদ্ধার হাতে একটি বালিশের কভার ছিল যা তিনি বিয়ের পরে পরে ব্যবহার করতেন। ১৯৪০ সালে হুয়াং জুনফুর সঙ্গে বিবাহ হয় হুজেনের। স্বামীর থেকে বয়সে তিন বছরের বড় ছিলেন তিনি। বিয়ের পর জুনফুর সেনাবাহিনীতে যোগ দেন। ফলে বেশিভাগ সময়টাই স্বামীকে ছাড়া কেটেছে হুজেনের। ১৯৪৩ সালের মাঝামাঝি সময়ে অন্তঃসত্ত্বা হন বৃদ্ধা। তাঁর মা হওয়ার সময়কালটা স্বামী তাঁর সঙ্গেই ছিলেন। ১৯৪৪ সালের জানুয়ারিতে পুত্র হুয়াং ফাচাং-এর জন্ম দেন তিনি। ছেলের জন্মের কয়েক দিনের মধ্যেই সেনাবাহিনীতে ফিরে যান জুনফু। সেই শেষ দেখা। তারপর থেকে আর কখনও স্বামীয় মুখ দেখেননি হুজেন।

স্ত্রীকে চিঠি পাঠাতেন জুনফু। স্বামীর পাঠানো চিঠি বারবার করে পড়তেন। খুব যত্ন করে তুলে রাখতেন চিঠিগুলো। কিন্তু শেষ চিঠি এল ১৯৫২ সালের ১৫ জানুয়ারি। তারপরে হুজেনের নামে জুনফু আর কখনও চিঠি পাঠায়নি। কিন্তু প্রতীক্ষা চালিয়ে গিয়েছেন হুজেন। দীর্ঘ প্রতীক্ষা। আট দশকের প্রতীক্ষা। কিন্তু অবসান হল কই? স্বামীর অপেক্ষাতেই চির নিদ্রায় শায়িত হলেন ১০৩ বছরের ডু হুজেন।