
মুম্বই, ১৭ মার্চ: হোলি পার্টি (Holi Party) ঘিরে বিতর্ক। শুক্রবার মুম্বইয়ের (Mumbai) একটি হোলি পার্টিতে এক অভিনেত্রীকে (Actress) হেনস্থা (Molestation) করা হয় বলে অভিযোগ। টেলিভিশনের জনপ্রিয় ওই অভিনেত্রী অভিযোগ করেন, রংয়ের উৎসবে ওই অভিনেত্রীকে জোর করা হয়। মত্ত অবস্থায় তাঁকে রং মাখানোর চেষ্টা করেন তাঁর সঙ্গে কর্মরত বেশ কয়েকজন। নিষেধ সত্ত্বেও ওই অভিনেত্রীকে জোর করে রং মাখানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি।
জনপ্রিয় ওই অভিনেত্রীর অভিযোগ, শুক্রবার মুম্বইয়ের যোগেশ্বরীতে একটি হোলি পার্টির আয়োজন করা হয়। সেখানেই ২৯ বছর বয়সী এক যুবক (যিনি ওই অভিনেত্রীর সঙ্গে একই বিনোদন চ্যানেলে কর্মরত) তাঁকে জোর করে যেমন রং মাখানোর চেষ্টা করেন, তেমনি তাঁর শরীরের বিভিন্ন স্থানে অবাঞ্ছিতভাবে স্পর্শ করা হয়। বারবার এমন চেষ্টার পর ওই যুবকের অন্য বন্ধুরাও তাঁর শরীর স্পর্শের চেষ্টা করেন। যা দেখে তিনি ওই জায়গা থেকে সরে একটি খাবারের দোকানের পিছনে গিয়ে লুকিয়ে পড়েন বলে জানান।
শুধু তাঁর সঙ্গেই নয়, ওই পার্টিতে হাজির অন্য মহিলাদেরও অবাঞ্ছিতভাবে স্পর্শের চেষ্টা করেন ওই ব্যক্তি। এমন অভিযোগও শোনা যায় অভিনেত্রীর মুখে। বারবার তাঁর এসে ওই ব্যক্তি তাঁকে ছোঁয়ার চেষ্টা করলে, তিনি ধাক্কা দিয়ে সরিয়ে দেন বলেও জানান সংশ্লিষ্ট টেলিভিশন অভিনেত্রী।