ভাইরাল ভিডিয়ো (ছবিঃX)

নয়াদিল্লিঃ পাড়ায় পাড়ায় নানা সামগ্রী বিক্রি করতে আসেন অনেক ফেরিওয়ালা (Vendor)। তাঁদের থেকে জিনিস কিনতে ভিড় করেন মানুষজন। তেমনই মায়ের সঙ্গে জিনিস কিনতে এক ফেরিওয়ালার কাছে গিয়েছিল ১১ বছরের কিশোরী। স্বপ্নেও ভাবতে পারেনি তার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটবে। এবার হকারের লালসার শিকার কিশোরী। মায়ের সামনে কিশোরীর শরীরে বিভিন্ন জায়গায় হাত বোলাল হকার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই ভিডিয়ো।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ফেরিওয়ালার 'অসভ্যতা'

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। একটি পাড়ায় জিনিসপত্র বিক্রি করতে এসেছিলেন ওই বিক্রেতা। তাঁর নাম জগদীশ। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, মন দ্যে ভ্যানে রাখা সামগ্রী দেখছেন ওই কিশোরী। আর সেই সুজোগে তাকে পিছন দিয়ে স্পর্শ করছেন ওই ব্যক্তি। কখনও পেট, কখনও বা বুক ছুঁয়ে যাচ্ছে তাঁর হাত। গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি করেন স্থানীয় কেউ। এরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই মুহূর্তের ভিডিয়ো। আর ভিডিয়োটি ভাইরাল হতেই জগদীশ নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে পুলিশি হেফাজতে আছেন তিনি। তাঁর বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। রেকর্ড করা হয়েছে ওই কিশোরীর বয়ান। সেই বয়ানের ভিত্তিতেই তৈরি হয়েছে চার্জশিট।

প্রকাশ্যে কিশোরীকে যৌন হেনস্থা, ভাইরাল ভিডিয়ো