
নয়াদিল্লিঃ পায়রা(Pigeons)দেখানোর নাম করে ছাদে নিয়ে গিয়ে কিশোরীকে যৌন হেনস্থা। গ্রেফতার নিরাপত্তারক্ষী। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের(Mumbai) গোরেগাঁও(Goregaon) এলাকায়। ঘটনাটি ঘটেছে গত ৭ মার্চ। জানা গিয়েছে, বাড়ির পাশের এক আবাসনে প্রাইভেট টিউশন পড়তে যেত ওই কিশোরী। ওই আবাসনেই নিরাপত্তারক্ষীর কাজ করতেন অভিযুক্ত। বয়স ৫১ বছর। অভিযোগ, মাঝেমধ্যেই পায়রা দেখানোর নাম করে ছাদে নিয়ে গিয়ে ওই কিশোরীকে যৌন হেনস্থা করতেন তিনি। ভয়ে কাউকে কিছু জানায়নি ওই কিশোরী। কিন্তু এরপর থেকে পড়তে যেতে রাজি হত না সে। তাতেই সন্দেহ হয় মায়ের। এরপর তাকে চেপে ধরে সবটা জিজ্ঞেস করলে কান্নায় ভেঙে পড়ে সে। এরপরই পুলিশের দ্বারস্থ হয় কিশোরীর পরিবার।
কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগ নিরাপত্তারক্ষীএ বিরুদ্ধে
৯ বছরের কিশোরীর অভিযোগের ভিত্ততে ওই নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করেছে গোরেগাঁও থানার পুলিশ। পকসো আইনের যৌন হেনস্থা সহ একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ইতিমধ্যেই ওই আবাসনের ছাদের সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হয়েছে। যাতে অপরাধের স্পষ্ট ছাপ রয়েছে।
কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ৫১ বছরের নিরাপত্তারক্ষী
Mumbai Guard Takes Girl To Terrace To 'Show Pigeons', Molests Her, Arrestedhttps://t.co/1yRb89NwF7 pic.twitter.com/vr3a4gkX92
— NDTV (@ndtv) March 16, 2025