Gauri Spratt-Aamir Khan (Photo Credit: Instagram)

মুম্বই, ১৭ মার্চ: কিরণ রাওয়ের সঙ্গে বিয়ে ভাঙার পর এবার দীর্ঘদিনের বন্ধু গৌরী স্প্রাতের (Gauri Spratt) সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আমির খান (Aamir Khan)। সম্প্রতি আমিরের ৬০ বছরের জন্মদিনে গৌরীর সঙ্গে তাঁর সম্পর্কের কথা স্বীকার করেন বলিউড সুপারস্টার। নিজের চেয়ে অর্ধেক বয়সী  গৌরীর সঙ্গে একত্রবাস করছেন আমির। বেঙ্গালুরুবাসী গৌরীর সঙ্গে আমিরের সম্পর্ক এবং তাঁদের একত্রবাসের সঙ্গে হয়েছে ৬ বছরের এক শিশুও। জানা যাচ্ছে, গৌরীর ৬ বছরের সন্তানও মায়ের বিশেষ বন্ধুর সঙ্গে থাকছে।

আমির খানের প্রযোজনা সংস্থায় কর্মরত গৌরী সম্প্রতি জানান কেন তাঁর অভিনেতাকে পছন্দ হয়েছে। তাঁর সঙ্গে তিনি একত্রবাসে রাজি হয়েছেন। গৌরী জানান, 'আমি সব সময় এমন একজন সঙ্গীকে চাইতাম, যিনি অত্যন্ত ভদ্র, ভাল মানুষ এবং যত্নবান।' অর্থাৎ সেই সব গুন তিনি আমিরের ভিতরে দেখতে পেয়েছেন বলেই বলিউড সুপারস্টারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে জনান গৌরী।

অন্যদিকে

লগন অভিনেতা আরও জানান, গৌরী বেঙ্গালুরু মেয়ে। তাই হিন্দি ছবি বেশি দেখেন না। এমনকী তাঁর সব কাজও গৌরী দেখেননি। শুধুমাত্র লগন বা দঙ্গলের মত ছবিগুলি দেখেছেন বলেও প্রেমিকার কথা বলতে শোনা যায় আমির খানকে।