Gun, Representational Image (Photo Credit: File Photo)

দিল্লি, ১৭ মার্চ: মুফতি আবদুল বাকি নুরজাই (Mufti Abdul Baqi Noorzai) নামে এক ইসলামিক ধর্মগুরুকে হত্যা করা হল। প্রকাশ্যে ওই ধর্মগুরুকে হত্যা করা হয় কোয়েত্তার ( Quetta) রাস্তায়। রবিবার মাঝ রাতে কোয়েত্তার বিমানবন্দরের রাস্তায় মুফতি আবদুল বাকি নুরজাইকে হত্যা করে বন্দুকধারীরা। ফলে ট্রেন হাইজ্যাক, পর বিস্ফোরণের পর এবার পাকিস্তানের কোয়েত্তায় প্রকাশ্যে হত্যা করা হয় ধর্মীয়গুরুকে।

রবিবার রাতে বালোচিস্তানে (Balochistan) কোয়েত্তায় (Quetta) ওই ধর্মগুরুকে পরপর ছুরির আঘাতে বিধ্বস্ত করার পর দুষ্কৃতীরা সেখান থেকে চম্পট দেয়। ফলে ওই ঘটনার পিছনে বালোচ লিবারেশন আর্মির বিদ্রোহীদের হাত রয়েছে কি না, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। ছুরিকাঘাতের পর নুরজাইকে গুরুতর জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অস্ত্রোপচারের টেবিল থেকে ওই ধর্মগুরুকে আর জীবিত অবস্থায় বের করা যয়ানি।

কে বা কারা ওই ইসলামিক ধর্মগুরুকে হত্যা করল, সে বিষয়ে জোরদার তদন্ত শুরু করেছে পাক সেনা এবং স্থানীয় পুলিশ।