KKR Team Celebrating Holi (Photo Credit: KKR/ X)

আর মাত্র কটা দিনের অপেক্ষা। আগামী শনিবার, ২২ মার্চ থেকে ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে আইপিএল ২০২৫ (IPL 2025)। এবারের আইপিএলে নতুন অধিনায়ক ও কোচের ছড়াছড়ি। এই যেমন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক করেছে আজিঙ্কা রাহানে-কে। দিল্লি ক্যাপিটলসের তারকা অলরাউন্ডার অক্ষর প্যাটেল তেমন প্রথমবার আইপিএলে নেতৃত্বে দেবেন। আরসিবি-র নেতৃত্বে যেমন রজত পাতিদার। আবার কলকাতাকে কাপ জিতিয়ে এবার শ্রেয়স আইয়ার প্রীতি জিন্টার পঞ্জাবের অধিনায়ক হয়েছেন শ্রেয়স আইয়ার। দিল্লি ছেড়ে লখনৌ সুপার জায়েন্টেসের অধিনায়কত্ব করবেন ঋষভ পন্থ। অধিনায়কদের মতই এবার কোচের ভূমিকায় বেশ কয়েকজনকে নতুন দায়িত্বে দেখা যাবে।

এবার আইপিএল ১০টি ফ্র্যাঞ্চাইজির মধ্যে ৬টি-র বিদেশী কোচ। যেমন পন্থের লখনৌয়ে এবার কোচের ভূমিকায় অজি কিংবদন্তি রিকি পন্টিং। আরসিবি-র হেড কোচ তেমন জিম্বাবোয়ের অ্যান্ডি ফ্লাওয়ার। সান রাইজার্সের দায়িত্বে কিউই তারকা স্টিফেন ফ্লেমিং। লখনৌ কোচ করেছে অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা জাস্টিন ল্যাঙ্গার।

এক নজরে আইপিএল ২০২৫-এর কোচ ও অধিনায়করা --

১) কলকাতা নাইট রাইডার্স:

অধিনায়ক: আজিঙ্কা রাহানে, কোচ: চন্দ্রকান্ত পণ্ডিত

তুরুপের তাস: সুনীল নারিন, হোম গ্রাউন্ড: ইডেন গার্ডেন্স (কলকাতা)

সাফল্য- তিনবারের চ্যাম্পিয়ন

২) মুম্বই ইন্ডিয়ন্স

অধিনায়ক: হার্দিক পান্ডিয়া, কোচ: মাহেলা জয়বর্ধনে

তুরুপের তাস: সূর্যকুমার যাদব,

হোম গ্রাউন্ড: ওয়াংখেড়ে স্টেডিয়াম (মুম্বই)

সাফল্য- পাঁচবারের চ্যাম্পিয়ন

৩) চেন্নাই সুপার কিংস

অধিনায়ক: ঋতুরাজ গায়কোয়েড়, কোচ: স্টিফেন ফ্লেমিং।

তুরুপের তাস: রচীন রবীন্দ্র

হোম গ্রাউন্ড: এমএ চিদাম্বরম স্টেডিয়াম।।

সাফল্য- পাঁচবারের চ্যাম্পিয়ন

৪) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

অধিনায়ক: রজত পাতিদার, কোচ: অ্যান্ডি ফ্লাওয়ার।

হোম গ্রাউন্ড: এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে।।

অধরা সাফল্য- দুবার ফাইনালে খেললেও কাপ জেতা হয়নি।

৫) সান রাইজার্স হায়দরাবাদ

অধিনায়ক: প্যাট কামিন্স, কোচ:ড্যানিয়েল ভিত্তোরি

তুরুপের তাস: ট্রাভিস হেড

হোম গ্রাউন্ড: রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম (হায়দারাবাদ)।।

সাফল্য-২০১৬ মরসুমে চ্যাম্পিয়ন

৬) দিল্লি ক্যাপিটালস

অধিনায়ক: , কোচ: হেমাঙ্গ বাদানি

তুরুপের তাস: কেএল রাহুল

হোম গ্রাউন্ড: অরুণ জেটলি স্টেডিয়াম (দিল্লি)।।

অধরা সাফল্য- ফাইনালে উঠলেও কাপ জেতা হয়নি।

৭) রাজস্থান রয়্যালস

অধিনায়ক: সঞ্জু স্যামসন, কোচ: রাহুল দ্রাবিড়

তুরুপের তাস:যশস্বী জয়সওয়াল।।

সাফল্য- প্রথম আইপিএলের চ্যাম্পিয়ন। তবে তারপর থেকে দীর্ঘ ১৬ বছর কাপ অধরা।

৮) পঞ্জাব কিংস

অধিনায়ক: শ্রেয়স আইয়ার, কোচ: রিকি পন্টিং

তুরুপের তাস: গ্লেন ম্যাক্সওয়েল

হোম গ্রাউন্ড: পিসিএ নিউ স্টেডিয়াম (মুল্লানপুর)

সাফল্য- একবার ফাইনালে উঠলেও কাপ জেতা হয়নি।

৯) গুজরাট টাইটান্স

অধিনায়ক: শুবমন গিল। কোচ: আশীষ নেহরা

তুরুপের তাস: জোস বাটলার

হোম গ্রাউন্ড: নরেন্দ্র মোদী স্টেডিয়াম(আমেদাবাদ)

সাফল্য- ২০২২ মরসুমে চ্যাম্পিয়ন, ২০২৩-এর ফাইনালিস্ট।

১০) লখনৌ সুপার জায়েন্টস

অধিনায়ক: ঋষভ পন্থ, কোচ: জাস্টিন ল্যাঙ্গার

তুরুপের তাস: মিচেল মার্শ

হোম গ্রাউন্ড: একানা স্টেডিয়াম (লখনৌ)

অধরা সাফল্য- কাপ নেই।

এক নজরে দশ অধিনায়ক-

কলকাতা/KKR- আজিঙ্কা রাহানে, মুম্বই/ MI-হার্দিক পান্ডিয়া, বেঙ্গালুরু/RCB- রজত পাতিদার, চেন্নাই/CSK- ঋতুরাজ গায়কোয়েড়, রাজস্থান/RR- সঞ্জু স্যামসন, দিল্লি/DC- অক্ষর প্যাটেল,

পঞ্জাব/PBKS- শ্রেয়স আইয়ার, গুজরাট/GT- শুবমন গিল,  লখনৌ/LSG- ঋষভ পন্থ।

নতুন অধিনায়ক- আজিঙ্কা রাহানে (কলকাতা), রজত পাতিদার (বেঙ্গালুরু), অক্ষর প্যাটেল (গুজরাট)।

নতুন দলে অধিনায়ক- শ্রেয়স আইয়ার (কলকাতা ছেড়ে পঞ্জাবে), ঋষভ পন্থ (দিল্লি ছেড়ে লখনৌয়ে)।

এবারও একই দলে অধিনায়ক- সঞ্জু স্যামসন (রাজস্থান), হার্দিক পান্ডিয়া (মুম্বই), শুবমন গিল (গুজরাট), প্যাট কামিন্স (হায়দরাবাদ), ঋতুরাজ গায়কোয়েড় (চেন্নাই)।

অধিনায়ক বদল করেনি যারা- রাজস্থান, মুম্বই, গুজরাট, হায়দরাবাদ, চেন্নাই 

এক নজরে দশ কোচ

কলকাতা/KKR- চন্দ্রকান্ত পন্ডিত, মুম্বই/ MI-মাহেলা জয়বর্ধনে, বেঙ্গালুরু/RCB- অ্যান্ডি ফ্লাওয়ার, চেন্নাই/CSK- স্টিফেন ফ্লেমিং, রাজস্থান/RR- রাহুল দ্রাবিড়, দিল্লি/DC- হেমাঙ্গ বাদানি, পঞ্জাব/PBKS- রিকি পন্টিং, গুজরাট/GT- আশীষ নেহরা, লখনৌ/LSG- জাস্টিন ল্যাঙ্গার, সান রাইজার্স হায়দরাদ/SRH : ড্যানিয়েল ভিত্তোরি।

এবারের আইপিএলে বিদেশী কোচেরা

মাহেলা জয়বর্ধনে (শ্রীলঙ্কা/MI), অ্যান্ডি ফ্লাওয়ার (জিম্বাবোয়ে, RCB), স্টিফেন ফ্লেমিং (নিউ জিল্যান্ড, CSK), রিকি পন্টিং (PBKS) জাস্টিন ল্যাঙ্গার (অস্ট্রেলিয়া, LSG), ড্যানিয়েল ভিত্তোরি (নিউ জিল্যান্ড/SRH)।