২০২৫ সালের ১৭ মার্চ প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা মহাকাশচারী কল্পনা চাওলার ৬৩তম জন্মবার্ষিকী। তিনিই প্রথম ভারতীয় মহিলা যিনি মহাকাশে গিয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন। ছোটবেলা থেকেই আকাশে ওড়ার স্বপ্ন দেখতেন কল্পনা, তিনি তাঁর স্বপ্ন পূরণে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে ইতিহাসে নিজের নাম অমর করে দেন। পাঞ্জাবের বাসিন্দা ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহিলা কল্পনা চাওলা তাঁর জীবনে দুবার মহাকাশে যাওয়ার সুযোগ পেয়েছিলেন। কল্পনা চাওলার জন্মবার্ষিকীতে জেনে নেওয়া যাক তাঁর জীবনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

১৯৬২ সালের ১৭ মার্চ হরিয়ানার কর্ণালে জন্মগ্রহণ করেন কল্পনা চাওলা। তাঁর মা ছিলেন সঞ্জয়তি চাওলা এবং পিতা ছিলেন বানারসী লাল চাওলা। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি আগ্রহ ছিল কল্পনার এবং সবসময় সেরা পড়ুয়ার তালিকায় থাকতেন তিনি। তাঁর পিতা-মাতা চেয়েছিলেন সে শিক্ষক হন তিনি। কিন্তু একজন মহাকাশচারী হওয়ার স্বপ্ন ছিল কল্পনা চাওলার। আমেরিকা থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন তিনি। স্নাতক ডিগ্রি অর্জনের পর, কল্পনা চাওলা তাঁর স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য আমেরিকা যান। রিপোর্ট অনুসারে, ১৯৮৪ সালে মহাকাশ প্রকৌশলে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং ১৯৮৮ সালে পিএইচডি ডিগ্রিও অর্জন করেন তিনি। ১৯৮৮ সালে নাসায় কাজ শুরু করেন চাওলা।

নাসায় কাজ করার সময়, ১৯৯৪ সালে একটি মহাকাশ অভিযানের জন্য নির্বাচিত হন কল্পনা চাওলা। একজন মহাকাশচারী হিসেবে নির্বাচিত করা হয়েছিল তাঁকে। সবচেয়ে বিশেষ বিষয় হল মহাকাশ ভ্রমণকারী প্রথম ভারতীয় মহিলা হলেন কল্পনা চাওলা। ১৯৯৭ সালে প্রথমবার মহাকাশ যাত্রার জন্য নির্বাচিত হন তিনি। তাঁর প্রথম ফ্লাইটটি ১৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত স্থায়ী হয়েছিল। এরপর ২০০৩ সালে কলম্বিয়া শাটলে দ্বিতীয়বার মহাকাশ যাত্রা করেন তিনি। ১৬ দিনের এই অভিযানটি ১ ফেব্রুয়ারি সম্পন্ন হওয়ার কথা ছিল কিন্তু মহাকাশযানটি বিধ্বস্ত হওয়ার কারণে তাঁরা আর ফিরে আসতে পারেনি এবং কল্পনাসহ আরও ৬ জন যাত্রীর মৃত্যু হয়। বর্তমান যুগেও কল্পনাকে তাঁর অবদানের জন্য স্মরণ করে গোটা বিশ্ব।