Shah Rukh Khan performed on 2013 during the Pepsi Indian Premier League opening ceremony at the Salt Lake Stadium in Kolkata.

আগামী শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে বসতে চলেছে আইপিএলের উদ্বোধনী আসর। কয়েকটা মরসুম বাদ দিলে আইপিএল প্রায় প্রতিবারই জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আইপিলের সূচনা হয়। তবে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের কথা এলেই সবাই এক কথায় স্বীকার করেন ২০১৩ আইপিএলে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে হওয়া উদ্বোধনী অনুষ্ঠানটা সত্যি দীর্ঘদিন মনে রাখার মত ছিল।

২০১৩ সালের ২ এপ্রিল যুবভারতী ক্রীড়াঙ্গনে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে ৯টি ফ্র্যাঞ্চাইজির অধিনায়করা উপস্থিত ছিলেন। বিরাট কোহলি (আরসিবি), রাহুল দ্রাবিড় (আরআর)আইপিএল দলের অধিনায়ক বিরাট কোহলি (আরসিবি), রাহুল দ্রাবিড় (আরআর)-ও তখন অধিনায়ক। উদ্বোধনী অনুষ্ঠানে বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসন, আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা-র সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা ২০১৩ আইপিএলের উদ্বোধনের ছবি

জমকালো সেই উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ খানের ছোট্ট অথচ প্রাণবন্ত পারফ্যান্স সবার মন জিতেছিল। বিশ্বের জনপ্রিয় ব়্যাপার পিটবুলের গানও সবাইকে মুগ্ধ করেছিল। বলিউডের তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন 'তুম হি হো বন্ধু' গানের তালে অসাধারণ নেচেছিলেন। তবে সবাইকে ছাপিয়ে গিয়েছিল বলিউডের তারকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফের পারফরম্যান্স। কমলা রঙের প্যান্ট এবং কালো চোলি পরে ক্যাটরিনা কাইফ জনপ্রিয় গান 'শীলা কি জওয়ানি'-এর তালে নাচলেন। সঙ্গে মঞ্চ মাতিয়েছিলেন বাপ্পি লাহিড়ি ও ঊষা উত্থুপ।