Shah Rukh Khan with Family (Photo Credits: X)

মুম্বই, ১৭ মার্চঃ 'মন্নত' থেকে এবার অন্য ঠিকানায় বলিউডের বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan)। প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে বান্দ্রার প্রাসাদোপম বাংলো 'মন্নত'এ (Mannat) পরিবার নিয়ে থাকছেন অভিনেতা। স্ত্রী গৌরী খান, তিন সন্তান আরিয়ান, সুহানা এবং আব্রামকে নিয়ে মন্নত ছেড়ে ভাড়া নেওয়া অ্যাপার্টমেন্টে উঠতে চলেছেন কিং খান। আগেই জানা গিয়েছে, শাহরুখের সাধের মন্নতে সংস্কারের কাজ শুরু হবে। আর সেই কারণেই বাড়ি সংস্কারের কটা দিন ঠিকানা বদল করতে চলেছে খান পরিবার।

২০ বছরেরও বেশি সময় ধরে একটানা মন্নতে রয়েছেন শাহরুখ এবং তাঁর পরিবার। অট্টালিকার এবার মেরামতির প্রয়োজন। কিন্তু পৌরসভার অনুমতি ছাড়া তো তা সম্ভব নয়। বাড়ি মেরামতির জন্য পুরসভায় চিঠি লিখেছিলেন গৌরী খান। তাঁর সেই আবেদন মঞ্জুর হয়েছে কয়েক মাস আগেই। তাই এবার বাড়ির মেরামতির তোড়জোড় শুরু হয়েছে। গোটা বাড়িতে হবে মেরামতির কাজ। তাই বাড়ি খালি করে দিতে হবে। মন্নত সংস্কারের কটা দিন থাকার জন্যে বান্দ্রার পালি হিল এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের চারটি তলা (প্রথম, দ্বিতীয়, সপ্তম এবং অষ্টম) ভাড়া নিয়েছেন কিং খান। স্ত্রী গৌরী খান, তিন সন্তান আরিয়ান, সুহানা এবং আব্রামকে সেখানেই থাকবেন শাহরুখ। ওই অ্যাপার্টমেন্টের জন্যে মাসে ২৪ লক্ষ টাকা ভাড়াও গুনতে হবে অভিনেতাকে।

তবে জানেন কি শাহরুখের নতুন প্রতিবেশী কে হতে চলেছেন? পালি হিলে শাহরুখের ভাড়া নেওয়া অ্যাপার্টমেন্টির নাম 'পূজা কেস'। ওই আবাসনটির সহ-মালিকানাধীনে রয়েছেন প্রযোজক বাসু ভাগনানি, যার ছেলে অভিনেতা তথা চলচ্চিত্র নির্মাতা জ্যাকি ভাগনানি। পূজা কেস বহু বছর ধরে ভাগনানিদের আবাসস্থল। বাসু তাঁর স্ত্রী পূজা, ছেলে জ্যাকি, পুত্রবধূ তথা অভিনেত্রী রাকুল প্রীত সিং-ও ওই ভবনে থাকেন। আগামী ২-৩ বছর শাহরুখ এবং তাঁর পরিবারের নতুন প্রতিবেশী হতে চলেছে ভাগনানি পরিবার।