ঋষি সুনকের কনজারভেটিভ পার্টি এবার পরাজিত হয়েছে ব্রিটেনের নির্বাচনে। ঋষি সুনকের কনজারভেটিভ পার্টির বিদায়ে এবার ১৪ বছর পর রানির দেশে ক্ষমতায় আসছে লেবার পার্টি। ফলে লেবার পার্টির কেইর স্টারমের (Keir Starmer) হচ্ছেন ব্রিটেনের (UK) পরবর্তী প্রধানমন্ত্রী। ভারতীয় বংশোদ্ভুদ প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ায় ব্রিটেনের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক কোন দিকে মোড় নেবে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে চর্চা অব্যাহত। লেবার পার্টি ব্রিটেনে নির্বাচনী প্রচারের সময় দাবি করে, তারা ক্ষমতায় এলে কাশ্মীর ইস্যু নিয়ে নতুন করে কথা হবে। তৃতীয় কোনও মধ্যস্থতাকারী কাশ্মীর সমস্যার সমাধান করবে, সেখানকার মানুষের সঙ্গে কথা বলে। পাশাপাশি ভারত, পাকিস্তানের সঙ্গেও কাশ্মীর সমস্যা নিয়ে কথা বলা হবে বলে দাবি করে লেবার পার্টি। স্টারমেরের দলের কাশ্মীর রেজোলিউশন পাশ হতেই, তার নিন্দা করা হয় ভারতের তরফে।
কাশ্মীর নিয়ে ব্রিটেনের লেবার পার্টির মতামত বা রেজোলিউশন যে দিল্লি ভালভাবে নেয়নি, তা স্পষ্ট করে বিদেশমন্ত্রক। ব্রিটেনে বসবাসকারী ভারতীয়দের গুচ্ছ ভোট ব্যাঙ্কের দিকে তাকিয়ে কাশ্মীর নিয়ে নিজেদের অবস্থান বদল করে লেবার পার্টি।
এমনকী দ্রুত গতিতে শক্তিশালী হওয়া ভারতের সঙ্গে যাতে ব্রিটেনের সুসম্পর্ক বজায় থাকে, সে বিষয়ে আশ্বাস দেওয়া হয় স্টারমেরের দলের তরফে।