নয়াদিল্লিঃ বৃহস্পতি সকালে ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল স্কুল বাস। আহত বেশ কয়েকজন পড়ুয়া। এদিন সকালে ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলার বোরি লিঙ্গালা পারু এলাকায়। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা কয়েকটি গাড়িতে ধাক্কা মারে ওই বাসটি। পরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সেটি। জানা গিয়েছে, একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের বাস ছিল সেটি। দুর্ঘটনার সময় ওই বাসে ৩০ জন পড়ুয়া ছিল বলে জানা গিয়েছে। এই ঘটনায় গুরুতর জখম হন কয়েকজন পড়ুয়া। আহত পড়ুয়াদের সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তাঁরা।

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল স্কুল বাস, আহত বহু পড়ুয়া

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)