ঋষি সুনকের (Rishi Sunak) জমানা শেষ। ব্রিটেনের (UK) পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন কেইর স্টারমের (Keir Starmer )। লেবার পার্টির কেইর স্টারমেরের কাছে এবার পরাজিত হন ভারতীয় বংশোদ্ভুদ ঋষি সুনক। ব্রিটেনের কনজারভেটিভ পার্টি এবার ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি। ফলে ১৪ বছর পর এবার ফের রানির দেশে ক্ষমতায় ফিরল লেবার পার্টি। সুনকের বিদায়ে কেইর স্টারমেরের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক কেমন হবে, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
জানা যাচ্ছে, ভারতের মত দ্রুত গতিতে শক্তিশালী হওয়া দেশের সঙ্গে ভাল সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছেন স্টারমের। সেই সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মাধ্যমে ভারত এবং ব্রিটেনের মধ্যে যাতে নিরাপত্তা, শিল্প, বাণিজ্য, শিক্ষা-সহ একাধিক বিষয়ে পারস্পরিক সাহায্য এবং সম্পর্ক বজায় থাকে, স্টারমের সেই চেষ্টা করবেন বলে জানা যাচ্ছে।
ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক যাতে আও দৃঢ় হয় ব্রিটেনের, লেবার পার্টির প্রতিনিধি সেই চেষ্টা করবেন বলে নির্বাচনী ইস্তাহারে আগেই জানান। সেই অনুযায়ী, ভারতীয় বংশোদ্ভুদ সুনকের শাসনের দিন শেষ হলেও, কেইর স্টারমেরের সঙ্গে দিল্লির পারস্পরিক সহযোগিতা এবং সাহচর্য বজায় থাকবে বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।