Train, Representational Image (Photo Credit: File Photo)

শুক্রবার সকালে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেল  ১২৫০৯ ব্যাঙ্গালোর-গুয়াহাটি এক্সপ্রেস। স্থানীয় বাসিন্দা ও বেলমুড়ি স্টেশনের (Belmuri Station) গেটম্যানের তৎপরতায় বাঁচল অসংখ্য প্রাণ। জানা যাচ্ছে এই স্টেশনের অদূরে আপ লাইনে বড়সড় ফাঁটল দেখা যায়। তড়িঘড়ি ৪০ নম্বর গেটের কর্তব্যরত গেটম্যান রেড ফ্ল্যাড দেখিয়ে ট্রেনটিকে থামতে বলেন। চালকও বিপদ বুঝে গাড়িটি থামিয়ে দেয়। প্রায় আধ ঘন্টারও বেশি সময় ওই লাইনে বন্ধ ছিল ট্রেন চলাচল। এক্সপ্রেস ট্রেনের পেছনে চলে আসে হাওড়া-বর্ধমান কর্ড লাইনের ট্রেন। ফলে তড়িঘড়ি ইঞ্জিনিয়ররা লাইনের ফাঁটল ঠিক করেন। পরবর্তীকালে ওই লাইনে স্বাভাবিক হয় ট্রেন চলাচল।

বেলমুড়ি স্টেশনের কাছে ফাটল

জানা যাচ্ছে, এদিন সকালের দিকে ব্যাঙ্গালোর থেকে গুয়াহাটিগামী ট্রেনটি হাওড়ায় এসে আবার গুয়াহাটির উদ্দেশ্যে যাচ্ছিল। সেই সময় বেলমুড়ি স্টেশনের কিছুটা দূরে কয়েকজন স্থানীয় বাসিন্দা দেখতে পান রেললাইনে বিরাট ফাটল। তাঁরা তড়িঘড়ি খবর দেয় গেটম্যানকে। সেও ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখেন। ততক্ষণে খবর চলে আসে যে এক্সপ্রেস ট্রেনটি আসছে। তড়িঘড়ি রেড ফ্ল্যাগ দেখাতে শুরু করেন তিনি। এমনকী স্টেশনে খবর দিয়ে সিগন্যালও লাল করতে বলেন।

আবহাওয়ার তারতম্যের কারণেই লাইনে ফাটল

বিপদ বুঝে ট্রেনের চালক গাড়ি থামায়। রেল আধিকারিকদের মতে, আবহাওয়া পরিবর্তনের কারণেই এই ফাটল হয়েছে। যদিও তৎপরতার সঙ্গে মেরামতির কাজ শুরু করেন ইঞ্জিনিয়ররা। যার ফলে আবারও স্বাভাবিক হয় ওই লাইনের ট্রেন চলাচল।