ইউক্রেনের (Ukraine) হামলায় দাউদাউ করে জ্বলছে রাশিয়ার (Russia) বিশাল তেল বন্দর। রবিবার রাতে রাশিয়ার ক্রিমিয়া (Crimea) উপদ্বীপের একটি বড় তেল বন্দরে বিস্ফোরক হামলা চালানো হয়। ইউক্রেন সেনাবাহিনীর তরফে এই হামলার দায় স্বীকার করা হয়েছে। তবে ঘটনায় কোন প্রাণহানি না হলেও রাশিয়া ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। কারণ ওই তেল বন্দর থেকেই ক্রিমিয়া এবং তার আশেপাশের অঞ্চলে নিয়মত তেল সরবরাহ হত। ইউক্রেনের হামলায় তেল বন্দরে আগুন লেগে যাওয়ার ফলে আগামীদিনে তেল সরবরাহের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হবে রাশিয়াকে, এমনটাই মনে করছেন কূটনীতিক বিশেষজ্ঞরা।
কিয়েভ কর্মকর্তারা জানিয়েছেন, তাদের ক্ষেপণাস্ত্র বাহিনী ফিওদোসিয়া টার্মিনালে হামলা চালিয়েছিল। ক্রিমিয়ার তেল বন্দরে আগুল লাগার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। শতাধিক মানুষকে নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ফলে প্রাণহানি এড়ানো গিয়েছে। কিয়েভের পালটা মস্কো জানিয়েছে, ইউক্রেন থেকে ছোঁড়া ২১টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ২১টি তারা ধ্বংস করতে সক্ষম হয়েছে।
দাউদাউ করে জ্বলছে রাশিয়ার তেল বন্দর...
Last night, in occupied Feodosia, drones hit not just a regular oil depot but an important transshipment hub for the Russians — an oil port that can receive tankers with oil products all year round, store them, and supply them throughout the occupied Crimea.
This is a serious… pic.twitter.com/lsyzkJ4o05
— WarTranslated (Dmitri) (@wartranslated) October 7, 2024
এদিকে ইউক্রেনে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। রবিবার থেকে সোমবার সকাল পর্যন্ত ইউক্রেনের ৩টি জায়গায় ৮০টির বেশি ড্রোম ছুড়েছে রাশিয়া। মৃত্যু হয়েছে ৪ জনের। আহত কমপক্ষে ৩৩ জন। আহতের মধ্যে বহু শিশুও রয়েছে।