ইসলামাবাদ, ৪ নভেম্বর: শিখ গুরু গুরু নানকের (Guru Nanak) ৫৫০-তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক ধর্মীয় শোভাযাত্রায় যোগ দিতে প্রায় হাজার খানেক ভারতীয় পুণ্যার্থী গতকালই পাকিস্তানে পৌঁছেছেন। পাকিস্তানের (Pakistan) হাসনাবদাল শহরের পাঞ্জা সাহিব গুরুদ্বার থেকে শুরু হবে এই ধর্মীয় শোভাযাত্রা, যার পোশাকি নাম নগর কীর্তন (Nagar Kirtan)। সেই শোভাযাত্রায় যোগ দিতেই আগেভাগে সেখানে পৌঁছে গিয়েছেন ভারতের পুণ্যার্থীরা। এই উপলক্ষে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওই গুরুদ্বারটি আলোর মালায় সেজেছে। আর সেখানে পৌঁছে বিবিধ ধর্মীয় আচার পালনে ব্যস্ত হয়ে পড়েছেন ভারতীয় পুণ্যার্থীরা। এই প্রসঙ্গে সেখানকার ইভাকুই বোর্ডের সহ-সম্পাদক ইমরান গোন্দল জানিয়েছেন গত ৩১ অক্টোবর লুধিয়ানা, অমৃতসর হয়ে প্রায় ১১০০ ভারতীয় পুণ্যার্থী ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশ করেছেন।
ইতিমধ্যেই পুণ্যার্থীরা জনমানসস্থান ও নানকানা সাহিব গুরুদ্বার দর্শন করে ফেলেছেন। কেউ কেউ ঘুরে এসেছেন ফারুকাবাদের গুরুদ্বার। তাঁদের শেষ গন্তব্য হচ্ছে করতারপুরের সাহিব গুরুদ্বার। যেখানে ‘পালকি সাহিব’ নাম দিয়ে একটি সোনার পালকি রাখা হয়েছে। ১৯৭৪ সালে ধর্মীয় আইন অনুসারে একটি প্রোটোকল তৈরি হয়েছিল দুই দেশের মধ্যে সেই আইনের আওতাতেই এই নগরকীর্তন উপলক্ষে ১৩০০ ভিসা দিয়েছে পাকিস্তান। ইতিমধ্যে সরকারের সঙ্গে এক যোগে পাকিস্তানের শিখ গুরুদ্বার প্রবন্ধ কমিটি ভারতীয় শিখ পুণ্যার্থী ও স্থানীয়দের জন্য সংশ্লিষ্ট গুরুদ্বার এলাকায় থাকা কাওয়ার সুবন্দোবস্ত করেছে। এদিক আজই করতারপুর করিডর উদ্বোধন হবে। প্রধানমন্ত্রী ইমরান খান এই করিডরের উদ্বোধন করবেন। যদিও এর আগেই বাবা গুরু নানক বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করেছেন তিনি। গুরু নানকের নামে ৫০ টাকার স্মারক কয়েনও চালু হয়েছে সেদেশে। আরও পড়ুন-Gurpurab-2019: গুরু নানকের ৫৫০-তম জন্ম জয়ন্তীতে ৫০ টাকার স্মারক কয়েন প্রকাশ পাকিস্তানের
চলতি মাসের ৯ তারিখে করতারপুর করিডর পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে। ভিসা ছাড়াই ভারতীয় পুণ্যার্থীরা এই করিডর ব্য়বহার করে করতারপুর সাহিবে আসতে পারবেন। উূসবের সময় প্রতিদিন ৫০০০ হাজার ভারতীয় এই করতারপুর করিডর ব্যবহার করতে পারবেন। তবে ভিসা না লাগলেও তাঁদের প্রত্যেককে দিতে হবে পরিষেবা কর। যার পরিমাণ ২০ মার্কিন ডলার, এদিকে এই কর য়াতে মকুব করা হয় তারজন্য পাক সরকারকে অনুরোধ করেছিল ভারত। তবে দিল্লির এই অনরোধে পাত্তা দেয়নি পাকিস্তান।