নেপাল পার্লামেন্ট (Photo Credits: ANI)

কাঠমান্ডু, ১৩ জুন: ভারতের আপত্তি উড়িয়ে নতুন মানচিত্রের সাংবিধানিক সিলমোহর দিল নেপাল পার্লামেন্ট (Nepal Parliament)। নতুন মানচিত্র সংক্রান্ত সংশোধনি বিল পাস হয়েছে পার্লামেন্ট। এই নতুন মানচিত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে ভারতের নিয়ন্ত্রণে থাকা লিম্পিয়াধুরা (Limpiyadhura), কালাপানি (Kalapani) ও লিপুলেখকে (Lipulekh)। ২৭৫ আসন বিশিষ্ট নেপাল সংসদে এই বিলের পক্ষে ভোট পড়ে ২৫৮টি। এই বিল পাশ হওয়ায় আরও বাড়বে ইন্দো-নেপাল কূটনৈতিক উত্তেজনা। এমনটাই উদ্বেগ কূটনীতিবিদদের।

কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি সংশোধনী বিলটি সংসদে পেশ করে। নেপালি কংগ্রেস এবং মদেশীয় পার্টি সহ সমস্ত রাজনৈতিক ফ্রন্ট বিলটি সমর্থন করেছে। নেপাালি কংগ্রেস ও মদেশীয় পার্টি ভারত সমর্থিত বলে মনে করা হয়। আরও পড়ুন: Yousuf Raza Gilani Tests Positive For Coronavirus: করোনা আক্রান্ত পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি

বিলের বিরোধিতা করায় ভারতীয় বংশোদ্ভূত মদেশীয় নেত্রী সরিতার বাড়িতেও শাসকদল নেপালি কমিউনিস্ট পার্টির কর্মীরা হামলা চালিয়েছে বলেও অভিযোগ। পরিস্থিতির আঁচ পেয়ে সরিতার দল জনতা সমাজবাদী পার্টির নেতৃত্বও তাঁকে বিরোধিতা না করার নির্দেশ দেয়।