ভারত ও আমেরিকাসহ ১১টি দেশ থেকে তাদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নেওয়ার নির্দেশিকা জারি করল নেপাল সরকার। টাইমস অফ ইন্ডিয়া সংস্থার রিপোর্ট অনুসারে, নেপালি কংগ্রেসের সঙ্গে জোট ভেঙে কেপি শর্মা ওলির কমিউনিস্ট পার্টি অফ নেপালের (UML) সঙ্গে জোট গঠন করার পরে প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহল প্রচন্ড এই সিদ্ধান্ত নিয়েছেন। নির্দেশিকায় উল্লেখিত ১১ টি দেশে পাঠানো সকল রাষ্ট্রদূতকে নেপালি কংগ্রেস পার্টির কোটা থেকে নিয়োগ দেওয়া হয়েছে বলে তাঁদেরকে ফেরত আসার নির্দেশ দেওয়া হয়েছে। কাঠমান্ডু পোস্টের খবর অনুসারে ভারতে নেপালের রাষ্ট্রদূত ড. শঙ্কর শর্মা, আমেরিকায় রাষ্ট্রদূত শ্রীধর খাত্রীসহ ব্রিটেন, উত্তর কোরিয়া, কাতার, স্পেন, ডেনমার্ক, ইজরায়েল, সৌদি আরব, মালয়েশিয়া ও পর্তুগালে নেপালের রাষ্ট্রদূতদের ফেরত আসতে বলা হয়েছে।
নেপালের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী রেখা শর্মা ১১টি দেশ থেকে রাষ্ট্রদূতদের প্রত্যাহার করার বিষয়টি নিশ্চিত করেছেন।রাষ্ট্রদূতদের ফিরিয়ে আনার এই সিদ্ধান্ত নেপালের বৈদেশিক নীতিতে একটি কৌশলগত প্রয়াস যেখানে প্রধানমন্ত্রী দাহালের প্রশাসন তার অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে কূটনৈতিক প্রতিনিধিত্ব পুনর্বিন্যাস করার পদক্ষেপ নিয়েছে।নেপালি কংগ্রেসের সঙ্গে জোটের মাধ্যমে গঠিত পূর্ববর্তী সরকারের দ্বারা নিয়োগ করা রাষ্ট্রদূতদের ব্যাপারে পুনর্বিবেচনা করার জন্য প্রধানমন্ত্রী দাহালের সিদ্ধান্ত অনুসরণ করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি নেপাল কংগ্রেসের সঙ্গে জোট ভেঙে দিয়ে প্রধানমন্ত্রী দাহাল একেবারে নতুন একটি শাসন কাঠামো প্রতিষ্ঠার জন্য সিপিএন-ইউএমএল এবং রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির সঙ্গে নতুন করে জোট সরকার গঠন করেছেন।
Govt. Recalls Ambassadors from 11 Countries, Including India, USA, and UKhttps://t.co/NRFBu3v6vp#AmbassadorRecall #ForeignPolicyShift #Politics #Nepal #pardafas #epardafas
— epardafas.com (@englishpardafas) June 6, 2024