ইসলামাবাদ, ১৩ জুন: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি (Yousuf Raza Gilani) করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হলেন। আজই তাঁর রিপোর্ট পজিটিভি আসে বলে তাঁর পুত্র কাসিম গিলানি (Kasim Gilani) জানিয়েছেন। টুইটে কাসিম তাঁর বাবার জীবনকে বিপদে ফেলার জন্য ইমরান খান প্রশাসনের তীব্র নিন্দা জানান। তিনি টুইটে লেখেন, "ধন্যবাদ ইমরান খান সরকার। আপনারা সফলভাবে আমার বাবার জীবনকে বিপদে ফেলেছেন। তাঁর কোভিড -১৯ ফলাফল পজিটিভ এসেছে।"
এদিকে করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদিও (Shahid Afridi)। নিজেই টুইট করে এই খবর দেন। টুইটে আফ্রিদি লেখেন, "আমি গত বৃহস্পতিবার থেকে অসুস্থ। শরীরে মারাত্মক ব্যথা। সেই কারণে টেস্ট করিয়েছিলাম। দুর্ভাগ্যবশত আমি করোনা পজিটিভ। সকলের প্রার্থনাা চাই যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি।"
Thank you Imran Khan’s govt and National Accountibilty Burearu! You have successfully put my father’s life in danger. His COVID-19 result came postive. pic.twitter.com/VxiEXFOkZA
— Kasim Gilani (@KasimGillani) June 13, 2020
করোনাভাইরাস মহামারী ছড়িয়ে পড়ার পর থেকেই আফ্রিদি নিজের এনজিও-র হয়ে কল্যাণমূলক কাজে ব্যস্ত ছিলেন। এই কাজের জন্য পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলেও তাঁকে যেতে হয়। গরিব মানুষকে খাদ্য ও অন্যান্য সামগ্রী সরবরাহ করেছিলেন তিনি।