
টোকিও, ৩ জুলাই: জাপানের (Japan) দক্ষিণ-পশ্চিম টোকিওতে ভয়াভয় কাদার স্ত্রোতে (Mudslide) ভেসে গেল ঘরবাড়ি।
দক্ষিণ-পশ্চিম টোকিওর (Tokyo) আটমি শহরে কাদার স্রোতে এখনও পর্যন্ত ২০ জনের নিখোঁজের খবর পাওয়া যাচ্ছে। পুলিশ (Police) নিখোঁজদের খোঁজে তল্লাশি শুরু করেছে। তবে কীভাবে এই ধরনের ভয়াবহ কাদার স্ত্রোত দেখা দিল, তা নিয়ে অনুসন্ধান চলছে।
嫁の実家のちょい下の映像だ…
これ見る限り…
実家ワンチャン流されてないかも… https://t.co/ZU7bfbUxR8
— 大ちゃん@肺腺癌サバイバー (@d_t_dcg_sdh) July 3, 2021
জানা যাচ্ছে, শনিবারের এই কাদার স্ত্রোতে অটমি শহরের প্রায় ১০টি বাড়ি ভেঙে পড়েছে। কাদার স্ত্রোতের যে ছবি এবং ভিডিয়ো প্রকাশ্যে উঠে এসেছে, তা দেখে শিউরে উঠেছেন অনেকেই। অটমি শহরে কাদার স্ত্রোতের পর সেখান জোর বৃষ্টি শুরু হয়। যা বিপর্যয়ের মাত্রাকে দ্বিগুন করে তোলে।
আরও পড়ুন: Aamir & Kiran: আমির-কিরণ সুখী থাকার অভিনয় করতেন! বিস্ফোরক তসলিমা
পাশাপাশি কাদার স্ত্রোতের পর এক নাগাড়ে বৃষ্টি শুরু হওয়ায় জাপানে বিভিন্ন নদীর জলস্তরও বাড়তে শুরু করেছে। যা নিয়ে স্থানীয়দের মনে ছড়িয়ে পড়ে আরও আতঙ্ক।