
দুবাই, ৪ মার্চ: রান তাড়া করেই ফাইনাল উঠতে হবে রোহিত শর্মাদের। দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাট করছে অস্ট্রেলিয়া। টানা ১৪টি ম্যাচে টসে হারলেন অধিনায়ক রোহিত শর্মা। নিউ জিল্যান্ড ম্যাচের মত চার স্পেশালিস্ট স্পিনারে খেলছে ভারত। চার স্পেশালিস্ট স্পিনার হিসেবে খেলছেন-কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী ও রবীন্দ্র জাদেজা।
টানা ১৪টি ম্যাচে টসে হার রোহিত শর্মার
ওপেনার হিসেব থাকছেন রোহিত শর্মা, শুবমন গিল। তিনে বিরাট কোহলি। চার নম্বরে নামবেন শ্রেয়স আইয়ার। মহম্মদ সামির সঙ্গে নতুন বলে থাকছেন হার্দিক পান্ডিয়া। উইকেটের পিছনে কেএল রাহুল।
ভারতের প্রথম একাদশে বদল নেই, অজিদের দুটি পরিবর্তন
অস্ট্রেলিয়ার প্রথম একাদশে দুটি পরিবর্তন হয়েছে। চোট পাওয়া ম্যাথু শর্টস ছিটকে যাওয়ায়, মঙ্গলবার দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিষেক হল অস্ট্রেলিয়ার স্পিনার অলরাউন্ডার কোপার কোনোলি-র। ট্রাভিস হেডের সঙ্গে ওপেন করতে নামেন কোনোলি। আর পেসার স্পেন্সার্স জ্যাকসনের জয়গায় খেলছেন লেগ স্পিনার তনবীর সাংঘা। স্মিথের কাছে চারজন স্পিনারকে ব্যবহার করার সুযোগ থাকছে। দুজন স্পেশালিস্ট স্পিনার- অ্যাডাম জাম্পা, তনভির সাংঘা-র সঙ্গে গ্লেন ম্যাক্সওয়েল ও মার্নাস লাবুচানেকেও স্পিনার হিসেবে ব্যবহার করতে পারবেন স্মিথ।
কার ফর্ম কেমন
গ্রুপ লিগের তিনটি ম্যাচেই অনবদ্য খেলে সেমিফাইনালে উঠেছে টিম ইন্ডিয়া। অন্যদিকে, গ্রুপ লিগে অস্ট্রেলিয়া মাত্র ১টি ম্যাচে জেতে, আর দুটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। টিম ইন্ডিয়াক কাছে এদিনের দুবাইয়ের সেমিফাইনাল ম্যাচটা প্রতিশোধের। কারণ দু বছর আগে আমেদাবাদে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের জ্বালাটা কিছুটা হলেও ভোলানোর সুযোগ রোহিতদের সামনে।
টিম ইন্ডিয়ার একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, মহম্মদ সামি।
অস্ট্রেলিয়ার একাদশ:
ট্রাভিস হেড, কোপার কোনোলি, স্টিভ স্মিথ (অধিনায়ক), মার্নাস লাবুচানে, জোস ইংলিস (উইকেটকিপার), আলেক্স কারি, গ্লেন ম্যাক্সওয়েল, লেন দারশুয়িস, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, তনভির সাংঘা।