ছবি ট্যুইটার

মুম্বই, ৩ জুলাই: দীর্ঘ ১৫ বছর সংসারের পর অবশেষে বিচ্ছেদের দোরগোড়ায় আমির খান (Aamir Khan), কিরণ রাও। শনিবার সংবাদমাধ্যমের সামনে বিচ্ছেদের ঘোষণা করতেই তাঁদের নিয়ে জোর জল্পনা শুরু হয়ে যায়। আমির খান, কিরণ রাওয়ের বিচ্ছেদ নিয়ে যখন একের পর এক প্রশ্ন উঠছে, সেই সময় বিষয়টি নিয়ে ট্যুইট করেন তসলিমা নাসরিন (Taslima Nasreen)।

তিনি বলেন, ''আমির বিচ্ছেদের বিপক্ষে নই। নিজেদের সম্পর্ক নিয়ে যাঁরা অখুশি, তাঁদের বিচ্ছেদ হওয়াই ভাল। কিন্তু সুখী দম্পতিরা যখন নিজেদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন, তা দেখলে অবাক হয়ে যাই। তার মানে যাঁরা নিজেদেরকে সুখী বলে দাবি করেন, তাঁরা আদতে খুশি নন। ভাল থাকার, খুশি থাকার ভান করেন। আমির খান এবং কিরণ রাও-ও সেই দলে। তাঁরাও খুশি থাকার অভিনয় করতেন।''

 

আরও পড়ুন:  Pracheen Chauhan: মত্ত অবস্থায় তরুণীর শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার জনপ্রিয় টেলি অভিনেতা প্রাচীন চৌহান

তসলিমা যখন আমির-কিরণের (Kiran Rao) বিচ্ছেদ নিয়ে ট্যুইট করেন, সেই সময় বিষয়টি নিয়ে নেটিজেনরা (Netizen) বিভিন্ন প্রতিক্রিয়া দিতে শুরু করেন। কেউ বলেন, আমির-কিরণের বিয়ের পর ধর্ম তাঁদের মধ্যে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। কেউ আবার বলতে শুরু করেন, আমির, কিরণ নিজেদের খুশি বলে দাবি করতেন বলেও মন্তব্য করেন অনেকে। সবকিছু মিলিয়ে আমির-কিরণের বিচ্ছেদ নিয়ে জোর জল্পনা শুরু হয়ে যায় বিভিন্ন মহলে।