প্রাচীন চৌহান, ছবি এএনআই

মুম্বই, ৩ জুলাই: শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার অভিনেতা (Actor) প্রাচীন চৌহান ( Pracheen Chauhan)। মুম্বই পুলিশের (Mumbai Police) তরফে  গ্রেফতার করা হয় টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেতাকে। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৩৪২,৩২৩ এবং ৫০২-এর ২ ধারায় দায়ের করা হয় অভিযোগ।

রিপোর্টে প্রকাশ, একটি হাউজ পার্টি চলাকালীন বছর বাইশের এক তরুণীকে হেনস্থা করেন প্রাচীন চৌহান। গত দুদিন আগে প্রাচীন যখন নিজের বাড়িতে হাউজ পার্টির আয়োজন করে ওই তরুণীকে আমন্ত্রণ জানান, সেখানেই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: Yami Gautam: আর্থিক জালিয়াতির অভিযোগ, ইডির সমন ইয়ামি গৌতমকে

অভিযোগ, পার্টি চলাকালীন মত্ত অবস্থায় ওই তরুণীর শরীর স্পর্শ করতে শুরু করেন প্রাচীন। একই ইন্ডাস্ট্রিতে কাজের দরুণ প্রথমে অস্বস্তিবোধ করলেও, কোনও মন্তব্য করেননি ওই তরুণী। সহ্যশক্তি সীমা পেরিয়ে গেলে তবেই প্রাচীনের বিরুদ্ধে অভিযোগ করেন ওই অভিনেত্রী।

'কসৌটি জিন্দগি কী', 'কুটুম্ব', 'শাদি মুবারক' সহ একাধিক জনপ্রিয় মেগায় অভিনয় করতে দেখা যায় প্রাচীন চৌহান নামে এই অভিনেতাকে।