'রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারের' দায়ে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গেস মোহাম্মদীকে (Narges Mohammadi) এক বছরের কারাদণ্ড দিয়েছে ইরানের একটি আদালত। ৫২ বছর বয়সী মোহাম্মদী ইরানে মহিলাদের জন্য বাধ্যতামূলক হিজাব এবং মৃত্যুদণ্ডের বিরুদ্ধে তার ওকালতি সম্পর্কিত বেশ কয়েকটি অতীত দোষী সাব্যস্ত হওয়ার কারণে ২০২১ সালের নভেম্বর থেকে কারাগারে রয়েছেন। আইনজীবী মোস্তফা নিলি সোশ্যাল মিডিয়া মাধ্যম এক্স-এ বলেন, 'মোহাম্মদীকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে সিস্টেমের বিরুদ্ধে অপপ্রচারের জন্য।' নিলি বলেন, 'এই শাস্তি ঘোষণার কারণগুলোর মধ্যে রয়েছে পার্লামেন্ট নির্বাচন বয়কটের আহ্বান, সুইডিশ ও নরওয়ের আইনপ্রণেতাদের কাছে চিঠি এবং 'মিসেস দিনা গালিবাফকে নিয়ে মন্তব্য'। মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, সাংবাদিক ও শিক্ষার্থী গালিবাফকে হাতকড়া পরিয়ে রাখা হয় এবং মেট্রো স্টেশনে পূর্ববর্তী গ্রেপ্তারের সময় গালিবাফ যৌন নিপীড়নের শিকার হন এরপর তাকে হেফাজতে নেওয়া হয়, পরে গালিবাফকে ছেড়ে দেওয়া হয়। Afghanistan: তালিবান ক্ষমতায় ফিরতেই আফগানিস্তানে মহিলাদের জীবনে ভয়াবহ পরিণতি, কী জানাল ইউনিসেফ দেখুন
ইরানের বিচার বিভাগের মিজান অনলাইন ওয়েবসাইট ২২ এপ্রিল বলে যে গালিবাফকে ধর্ষণ করা হয়নি এবং 'মিথ্যা বিবৃতি' দেওয়ার জন্য তার বিরুদ্ধে মামলা করা হচ্ছে।মোহাম্মদী এই মাসের শুরুর দিকে তেহরানে একটি বিচার অধিবেশনে অংশ নিতে অস্বীকার করেন এবং মার্চ মাসে কারাগার থেকে একটি অডিও বার্তা শেয়ার করেন যাতে তিনি ইসলামিক প্রজাতন্ত্রে মহিলাদের বিরুদ্ধে 'পূর্ণ মাত্রা'র যুদ্ধর নিন্দা করেন। সাম্প্রতিক মাসগুলোতে ইরানি পুলিশ মহিলাদের জন্য ইসলামিক পোশাক কোডের প্রয়োগ জোরদার করেছে, এমনকি তারা ভিডিও নজরদারিও ব্যবহার করছে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পরপরই গৃহীত আইন অনুযায়ী, ইরানে মহিলাদের চুল ঢেকে রাখা বাধ্যতামূলক এবং প্রকাশ্য স্থানে শালীন পোশাক (হিজাব) পরা বাধ্যতামূলক।