IND vs PAK (Photo Credit: @Aloy_Ferns/ X)

IND vs PAK, Champions Trophy 2025 Toss Update: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ও পাকিস্তানের লড়াইয়ের সময় এসে গিয়েছে। ম্যাচটি দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজিত হয়েছে। বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটে জয়ে ভারত আজ বেশ আত্মবিশ্বাসী অন্যদিকে, পাকিস্তান এর আগে টুর্নামেন্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬০ রানের হারে ভীষণ বিপাকে। ভারতের বিপক্ষে আজকে হারলে তারা সেমিফাইনালের দৌড় থেকে কার্যত ছিটকে যাবে। পিচ রিপোর্ট বলছে,  এখানে ছক্কা মারা সহজ হবে না। এখানে  ২৭০ রান আদর্শ হতে চলেছে। আজ টসে জিতে ব্যাট করবে পাকিস্তান। ভারতের দলে আজকে কোন চেঞ্জ করা হয়নি। উল্লেখ্য, ওয়ানডেতে ১৪ হাজার রান করতে বিরাট কোহলির প্রয়োজন মাত্র ১৫ রান। পাকিস্তানের দলে ফখর জামান চোটের কারণে বাদ পড়ায় দলে এসেছেন ইমাম উল হক। IND vs PAK, Champions Trophy 2025: সানি দেওলের সাথে কমেন্ট্রিতে ডেবিউ করছেন এমএস ধোনি? জেনে নিন সত্যিটা

টসে হেরে বল করছে ভারত

পাকিস্তানের একাদশঃ ইমাম-উল-হক, বাবর আজম, সৌদ শাকিল, মহম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আগা, তৈয়ব তাহির, খুশদিল শাহ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, আবরার আহমেদ।

ভারতের একাদশঃ রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি।