Liquors (Representational Image)

সৌদি আরব জানিয়েছে, তারা রিয়াদে সুরাপ্রেমীদের জন্য দোকান খুলবে। মূলত সেখানে থাকা অ-মুসলিম প্রবাসীদের কাছে অ্যালকোহল বিক্রি করা হবে। তবে এটি ক্লায়েন্টেল কূটনৈতিক কর্মীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে, যারা বছরের পর বছর ধরে কূটনৈতিক হিসাবে দেশে পরিচিত। সৌদি কর্মকর্তারা বলেছেন, এই দোকানটি অ্যালকোহলের অবৈধ ব্যবসার মোকাবেলা করবে। ১৯৫২ সালে বাদশাহ আবদুল আজিজের এক ছেলে মদ্যপ অবস্থায় এক ব্রিটিশ কূটনীতিককে গুলি করে হত্যা করার পর থেকে এই নিষেধাজ্ঞা আইনে পরিণত হয়। বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সের হাতে আসা এক নথিতে বলা হয়েছে, শহরের কেন্দ্রস্থলের পশ্চিমে রিয়াদের কূটনৈতিক কোয়ার্টারে নতুন স্টোরটি খোলা হবে। পরিকল্পনার সঙ্গে যুক্ত একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যেই দোকানটি চালু হবে বলে আশা করা হচ্ছে। তবে কিছু কড়া নিয়ম মেনে চলতে হবে সবাইকে। Iranian Rapper Toomaj Salehi Sentenced to Death: মৃত্যুদণ্ড দেওয়া হল ইরানি র‍্যাপার তুমাজ সালেহিকে; জানুন কারণ

জানা গিয়েছে, সুরাপ্রেমী দূতদের আগে থেকেই এর জন্য রেজস্ট্রিশন করতে হবে এবং সরকারের থেকে ছাড়পত্র নিতে হবে। ২১ বছরের কম বয়সী কাউকে দোকানে ঢুকতে দেওয়া হবে না এবং ভিতরে সব সময় সবাইকে যথাযথ পোশাকে থাকতে হবে। মদ্যপায়ীদের মদ কিনতে নিজে আসতে হবে নিজের পরিবর্তে কোনো ড্রাইভারদের পাঠাতে পারবে না, এছাড়া সবসময় মদ কেনা যাবে না, এই কেনাকাটার ওপর মাসিক বিধিনিষেধ কার্যকর করা হবে। সুরাপ্রেমীরা প্রতি মাসে '২৪০ পয়েন্ট' অ্যালকোহলের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এক লিটার স্পিরিটের দাম হবে ছয় পয়েন্ট, এক লিটার ওয়াইন, তিন পয়েন্ট এবং এক লিটার বিয়ারে এক পয়েন্ট দেওয়া হবে। কূটনৈতিক সুযোগ-সুবিধা ছাড়াই সৌদি আরবের 'সাধারণ' বিদেশিদের কাছে খদ্দেরদের সংখ্যা বাড়ানো হবে এমন কোনো পরিকল্পনা এখনও হয়নি।