
রাজকোট, ১১ মার্চঃ বুড়ো বয়সে মাথায় চাপল বিয়ের ভূত। বাবার বিয়ের ভীমরতি দেখে তীব্র আপত্তি জানায় ছেলে। আপত্তি তোলে পরিবারের অন্যান্য সদস্যরাও। গুজরাটের (Gujarat) রাজকোট (Rajkot) জেলার জসদন শহর নিবাসী ৭৬ বছরের এক বৃদ্ধ বিয়ে করার তাড়নায় নিজের ৫২ বছরের ছেলেকেই গুলি করে হত্যা করলেন।
২০ বছর আগে স্ত্রীকে হারিয়েছেন রাম বোরিচা। ৭৬ বছরে এসে তাঁর দ্বিতীয়বার বিয়ে করার শখ জাগে। কিন্তু বৃদ্ধের এমন আবদার শুনেই বেঁকে বসে পরিবার। সামাজিক মান হানির ভয়ে বৃদ্ধের ছেলে প্রতাপ কিছুতেই রাজি হয়নি। তাই নিজের বিয়ের পথের কাঁটাকেই চিরদিনের জন্যে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন রাম। গুলি করে ছেলেকে খুন করার অভিযোগ উঠল বৃদ্ধ বাবার বিরুদ্ধে। শনিবার ছেলের দিকে তাক করে পরপর দু রাউন্ড গুলি চালায় রামবাবু।
পুলিশ জানাচ্ছে, মৃতদেহের খুব কাছ থেকে চালানো হয়েছিল গুলি। গুলির শব্দ পেয়ে ঘরে ছুটে আসেন প্রতাপের স্ত্রী জয়া। তৎক্ষণাৎ তিনি খবর দেন পুলিশ। ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দেখেন, ছেলের মৃতদেহের পাশে চেয়ারে বসে রয়েছেন বৃদ্ধ বাবা। মৃতের স্ত্রী তথা বৃদ্ধের পুত্রবধূর অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগে জয়া জানান, বাবার দ্বিতীয় বিবাহের বিরুদ্ধে ছিলেন ছেলে। সেই নিয়ে বাবা-ছেলের মধ্যে অশান্তি লেগে থাকত। শনিবার ফের কথা কাটাকাটি শুরু হয়। বচসার মাঝে ছেলের উপর গুলি চালান বাবা।