
রিয়াসি, ১১ মার্চঃ জম্মু কাশ্মীরে বাস দুর্ঘটনা (J&K Mini-Bus Accident)। মঙ্গলবার মাহোরের কাছে একটি মিনি-বাস দুর্ঘটনায় কমপক্ষে ৪ জন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৯ জন। জম্মু থেকে সাংলিকোট যাওয়ার পথে মাহোরের গাঙ্গোতে দুর্ঘটনার কবলে পড়ে যাত্রী বোঝাই মিনি-বাস।
দুর্ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ সেখানে পৌঁছয় উদ্ধারকারী দল। রিয়াসির সিনিয়র পুলিশ সুপার পরমবীর সিং দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। পুলিশ সুপার জানান, আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্যে তাঁদের মাহোর থেকে জম্মুর সরকারি মেডিকেল কলেজ (জিএমসি) রেফার করা হয়েছে।
আরও পড়ুনঃ বুড়ো বয়সে বিয়ের ভীমরতি! আপত্তি তোলায় ছেলেকে গুলি করে খুনের অভিযোগ ৭৬-এর বাবার বিরুদ্ধে
মিনি-বাস দুর্ঘটনার কারণ হিসাবে জানা যাচ্ছে, সকাল সাড়ে ১০টা নাগাদ যাত্রী বোঝাই মিনি-বাস সোজা খাদে গিয়ে পড়ে। ঘটনাস্থলে মারা যান ৩ জন। হাসপাতালে চিকিৎসা চলাকালীন ১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন এবং উদ্ধারকারী দল মিলে তদন্ত শুরু করেছে। জেলা প্রশাসনের তরফে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। পাশাপাশি আহতদের সম্ভাব্য সকল সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।