
নয়াদিল্লিঃ অন্ধ্রপ্রদেশে পথ দুর্ঘটনা(Andhra Pradesh Bus Accident)। বাসের(Bus) সঙ্গে মোটর সাইকেলের(Motorcycle) ধাক্কায় মৃত চার তরুণ। গুরুতর জখম ১। মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ ঘটনাটি ঘটেছে পান্ডাভাগাল্লু গ্রামে। জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে দু'টি বাইকে ধাক্কা দেয় কর্ণাটক রাজ্য পরিবহন দফতরের একটি বাস। একটি বাইকে ৩ জন ছিলেন। অন্যটিতে ১ জন। প্রথম বাইকে থাকা ৩ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত ১ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।