ভারতে ব্রডব্যান্ড পরিষেবা দেওয়ার ছাড়পত্র পেতে চলেছে ধনকুবের শিল্পপতি ইলন মাস্কের স্টারলিঙ্ক। নাসার প্রযুক্তিকে টেক্কা দেওয়া স্টারলিঙ্কের- স্যাটেলাইট ব্রডব্যান্ড এখন দুনিয়া জুড়ে জনপ্রিয়। মাস্কের 'স্পেশ এক্স' কোম্পানি নিজস্ব প্রযুক্তিতে মহাকাশে স্যাটেলাইট পাঠায়। আর সেই স্যাটেলাইটই ঝড়ের গতিতে ব্র্যাডব্যান্ড পরিষেবা দিতে সক্ষম। আমেরিকা, ইউরোপের পাশাপাশি আফ্রিকার বেশ কিছু একেবারে অনুন্নত দেশেও ইন্টারনেট পরিষেবা দিচ্ছে মাস্কের স্টারলিঙ্ক। এখনও পর্যন্ত বিশ্বের মোট ৬০টি দেশে স্টারলিঙ্ক ইন্টারনেট পরিষেবা দেয়।
এবার দুনিয়ার সবচেয়ে জনবহুল দেশ ভারতেও ইন্টারনেট পরিষেবা দিতে তৈরি মাস্কের স্টারলিঙ্ক। কেন্দ্রীয় টেলিকম মন্ত্রকের ছাড়পত্র পাওয়ার যাবতীয় শর্ত, ও ধাপ পূরণ করেছে স্টারলিঙ্ক। আগামী বছর ফেব্রুয়ারি থেকে ১৫০ কোটির দেশ ভারতে বানিজ্যিকভাবে ইন্টারনেট পরিষেবা শুরু করে দিতে তৈরি মাস্কের স্টারলিঙ্ক।
দেখুন খবর
🚨 Elon Musk's Starlink to bag license for satellite broadband operations in India, set to compete with Reliance and Airtel. pic.twitter.com/auBPODP1bb
— Indian Tech & Infra (@IndianTechGuide) November 10, 2023
২০১৯ সাল থেকে স্টারলিঙ্ক স্যাটেলাইট লঞ্চ হয়েছে। পৃথিবীর কক্ষপথে স্পেশ এক্সের পাঠানো ৫ হাজার ছোট স্যাটেলাইট সব সময় ঘুরে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট পরিষেবা দেওয়ার ব্যবস্থা করছে। দুনিয়া জুড়ে স্টারলিঙ্কের ২০ লক্ষাধিক সাবস্ক্রাইব হয়ে গিয়েছে।
মাস্কের স্টারলিঙ্ক ভারতে লঞ্চ করলে ব্র্যাডব্যান্ড পরিষেবার বাজারে বড় পরিবর্তন আসতে পারে। জিও, এয়ারটেলের বাজারে বড় ফাটল ধরাতে পারেন মাস্ক।