ভারতীয় বিমান নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া

সিডনি, ২৭ এপ্রিল :  এবার ভারতীয় বিমান নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া। আগামী ১৫ মে পর্যন্ত ভারত থেকে কোনও বিমান অস্ট্রেলিয়ায় (Australia) যেতে পারবে না বলে জানানো হয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের তরফে।

মঙ্গলবার স্কট মরিশন জানান, ভারতে (India) করোনার (COVID 19) প্রকোপ ক্রমশ বাড়ছে। সেই কারণে আগামী ১৫ মে পর্যন্ত ভারত থেকে কোনও বিমান অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে পারবে না। ১৫ মে-র পর পরিস্থিতি বিচার করে অস্ট্রেলিয়ার তরফে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন  : Kannada actress : পছন্দের মানুষকে বিয়েতে বাধা? দাদাকে নৃশংসভাবে খুনের অভিযোগে গ্রেফতার অভিনেত্রী

প্রসঙ্গত মালদ্বীপ (Maldives), সংযুক্ত আরব আমিরশাহির তরফেও ভারতীয় বিমান এবং পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশের (Bangladesh) তরফেও ভারত থেকে বিমান যেমন নিষিদ্ধ করা হয়েছে, তেমনি সড়ক পথেও কোনও গাড়ি ভারত থেকে সে দেশে প্রবেশ করতে পারবে না বলে জানানো হয়েছে স্পষ্ট।