কাটমাণ্ডু: নেপালে (Nepal) কমিউনিস্ট পার্টির সরকার (Communist party's Government) গঠনের (formation) পরের দিনই কাটমাণ্ডুতে (Kathmandu) টেকনিক্যাল এক্সপার্টদের (technical experts) একটি দল (team) পাঠাল চিন (China)। ওই দলটি প্রস্তাবিত এলাকাগুলিতে ঘুরে নেপাল ও চিনের মধ্যে রেল যোগাযোগ (Nepal-China Railway Line) স্থাপনের সম্ভাবনা খতিয়ে দেখবে বলে জানা গেছে। নেপাল কমিউনিস্ট পার্টি (মাওইস্ট সেন্টার) (Communist party of Nepal (Maoist Centre)-এর চেয়ারম্যান (Chairman) পুষ্প কমল দহল (Pushpa Kamal Dahal) ওরফে প্রচণ্ড (Prachanda) নেপালের আরেকটি কমিউনিস্ট দল সিপিএন-ইউএমএলের (CPN-UML) সমর্থন (support) সরকার গঠন করে সোমবার দেশের প্রধানমন্ত্রী (Prime Minister) হিসেবে শপথ (oath) নেন। তারপরই চিন নেপালের সঙ্গে রেল যোগাযোগ স্থাপনের পদক্ষেপ নিয়ে ভারতের উপর মানসিক চাপ তৈরি করতে চাইছে বলে অভিমত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের।
এপ্রসঙ্গে মঙ্গলবার নেপালের রাজধানী কাটমাণ্ডুতে অবস্থিত চিনা দূতাবাস থেকে একটি টুইট করা হয়। তাতে উল্লেখ করা হয়েছে, "চিন-নেপাল ক্রস বর্ডার রেলওয়ে লাইন (Nepal-China Cross-Border Railway Line) স্থাপনের সম্ভাবনা খতিয়ে দেখার জন্য একটি বিশেষজ্ঞ দল কাটমাণ্ডুতে এসে পৌঁছেছে। নেপালে তাদের স্বাগত জানান দূতাবাসের দায়িত্বে থাকা ওয়াং জিং। চারিদিক থেকে যোগাযোগ বিচ্ছিন্ন নেপালকে সবার সঙ্গে যুক্ত করার জন্য আমাদের নেতারা যে দৃঢ় পদক্ষেপ নিয়েছেন তার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ একটি প্রয়োগ।" আরও পড়ুন: Vladimir Putin Faces Risk of Being Assassinated?: পুতিনকে হত্যার ছক করছে পশ্চিমী দুনিয়া? রাশিয়ার দাবি ঘিরে শোরগোল
নেপালের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গেছে, চিন ও নেপালের মধ্যে রেলওয়ে লাইন স্থাপনের জন্য চিনের তরফ থেকে যে বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে তারা ৪২ মাস ধরে বিস্তারিত পড়াশোনা করার পাশাপাশি প্রস্তাবিত এলাকাগুলি ঘুরে রেল লাইন স্থাপনের বাস্তবতা খতিয়ে দেখবেন। এর জন্য যে চিনা মুদ্রায় খরচ হবে ১৮০.৪৭ মিলিয়ন আরএমবি (RMB) বা ৩.৫ বিলিয়ন নেপালি রুপি (Nepali Rupees)। ২০২২ সালের অগাস্ট মাসে নেপালের প্রাক্তন সরকারের তৎকালীন বিদেশমন্ত্রী নারায়ণ খাদাক চিন সফরে গেছিলেন। সেই সময়ই চিন ডিসেম্বরের শেষদিকে নেপালে তাদের বিশেষজ্ঞ দল পাঠানোর বিষয়ে সম্মতি দিয়েছিল।
এপ্রসঙ্গে নেপালের রেল দপ্তরের এক আধিকারিক আন্তর্জাতিক সংবাদসংস্থা আইএএনএসকে জানান, নেপাল ও চিনের মন্ত্রীদের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী চিন কাটমাণ্ডুতে একটি বিশেষজ্ঞ দল পাঠিয়েছে। ওই দল কিরাঙ্গ (Kerung) থেকে কাটমাণ্ডু (Kathmandu) পর্যন্ত ৭২ কিলোমিটার লম্বা রেললাইন স্থাপনের বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়ার বিষয়ে সম্মতি দিলেই শুরু হবে কাজ।