বার্ড ফ্লু ভাইরাসের প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

বেজিং, ১ জুন: করোনা আবহে জর্জরিত বিশ্ব৷ এবার চিনের এক নাগরিকের শরীরে মিলল H10N3 বার্ড ফ্লু-র ভাইরাস (Bird Flu Strain)৷ যাকে বলা হচ্ছে অ্যাভিয়েন ইনফ্লুয়েঞ্জা৷ চিনের স্বাস্থ্য কমিশনের তরফে এই খবর প্রকাশ্যে এসেছে৷ একই সঙ্গে সেদেশের স্বাস্থ্য কমিশন এ-ও জানিয়েছে যে এর আগে চিনে কোনও মানুষের শরীরে H10N3 বার্ড ফ্লুর ভাইরাস মেলেনি৷ এই H5N1 হল বার্ড ফ্লু-র একদম সাধারণ ফর্ম৷ এটা একটা ভাইরাল সংক্রমণ যা পাখির পাশাপাশি মানুষকেও সংক্রামিত করতে পারে৷ সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, চিনের জিয়াংসু প্রদেশের ঝেনজিয়াংয়ের বাসিন্দা বছর ৪১-এর এক ব্যক্তির শরীরে এই ভাইরাস পাওয়া গেছে৷ পোলট্রি থেকে সংক্রামিত হয়েছেন ওই ব্যক্তি৷ আরও পড়ুন-WHO: করোনার ভারতীয় প্রজাতির নামকরণ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা, কী জানেন?

H10N3 বার্ড ফ্লুর ভাইরাসের বিরাটাকারে সংক্রমণের ঝুঁকি নিতান্তই কম৷ তবে চিনের স্বাস্থ্য কমিশনের ওয়েবসাইটে জানা গেছে, এর আগে বিশ্বের কোনও মানুষ এই H10N3 ভাইরাসে সংক্রামিত হয়নি৷ সিনো বায়োলজিক্যালের তথ্যানুসারে এই H10N3 ভাইরাসের প্রজাতির সন্ধান মিলেছিল ১৯৭৯ সালে হংকংয়ে ও ২০১১ থাইল্যান্ডের পাখির জীবিত পাখির বাজারে৷ জানা গেছে, গত ৫০ বছরে বিশ্বের বিভিন্ন ভৌগোলিক অঞ্চলের প্রজাতির মধ্যে এই H10 ইনফ্লুয়েঞ্জা ভাইরাস পাওয়া গেছে৷ এমনকী এই H10 ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে  কখনও সখনও মানুষ সংক্রামিত হয়েছে৷ এদিকে বিশ্ব যখন করোনায় জর্জরিত তখন চিনে মারণ রোগের কবলে পড়েছেন ৯১ হাজার ১২২ জন৷ যেখানে মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৬ জনের৷ ওয়ার্ল্ডো মিটারের রিপোর্ট অনুসারে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৮৬ হাজার ১৪৯ জন৷