Brazil Flood 2024 (Photo Credits: @feedmileapp & @BethFerraz4/ X)

চলতি সপ্তাহে ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রিও গ্রান্ডে দো সুল রাজ্যে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের ৪৯৭টি শহরের প্রায় দুই-তৃতীয়াংশ ঝড়ে আঘাত হানার কারণে আরও কয়েক ডজন লোক এখনও নিখোঁজ রয়েছে, ৭০ জন নিখোঁজ এবং ৬৯ হাজারেরও বেশি লোক ঘরছাড়া হয়েছে। উরুগুয়ে এবং আর্জেন্টিনার সাথে সীমান্ত ভাগ করে নেওয়া রিও গ্রান্ডে দো সুল (Rio Grande do Sul) ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে যার ফলে ভূমিধস নেমেছে এবং একটি জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধের আংশিক ধসের নেমেছে ফলে বিপদ কয়েকগুণ বেড়ে গেছে। বেন্তো গনজালভেসের আরেকটি বাঁধ ভেঙে পড়ার অবস্থায় রয়েছে, যা ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে। Iran Fish Rain Video: বাঙালিকে যেন লোভ দেখিয়ে ইরানে মাছ বৃষ্টি, দেখুন আকাশ থেকে শয়ে শয়ে মাছপাতের ভিডিয়ো

রাজধানী শহর পোর্তো আলেগ্রেতে গুয়াইবা হ্রদে জল ঢুকে রাস্তাঘাট ডুবে গেছে এবং আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। রাজ্যের গভর্নর এডুয়ার্ডো লেইতে এই পরিস্থিতিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর ইউরোপের অর্থনৈতিক পুনরুদ্ধার প্রচেষ্টার মতো 'মার্শাল প্ল্যান' প্রয়োজন বলে বর্ণনা করেছেন।প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা (Luiz Inacio Lula da Silva) বৃহস্পতিবার রিও গ্রান্ডে দো সুল সফর করেছেন। সহায়তা প্রদানের জন্য সরকারের প্রতিশ্রুতির উপর জোর দিয়ে বলেন যে তারা রাজ্য ও স্থানীয় কর্তৃপক্ষের সাথে অবিচ্ছিন্ন যোগাযোগ রাখছেন। রবিবার পর্যন্ত উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস থাকলেও সপ্তাহের শুরুর তুলনায় তীব্রতা কমছে। তবে নদীর জলের স্তর আরও কিছুদিন উঁচু থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।