ভাইরাল ভিডিয়ো (ছবিঃX)

নয়াদিল্লিঃ মারাঠি (Marathi) বলা নিয়ে ফের বিতর্কে মুম্বই(Mumbai)। মারাঠির বদলে ইংরেজিতে 'এক্সকিউজ মি' বলতেই চরম হেনস্থার শিকার দুই মহিলা। ওই দুই মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে থানের (Thane)দম্বিভিলিতে। বাইকে চেপে একটি হাউসিং সোসাইটিতে ঢুকছিলেন দুই মহিলা। পথ আটকে দাঁড়িয়েছিলেন এক যুবক। সৌজন্য দেখিয়ে তাঁকে সরে যেতে বলার জন্য 'এক্সকিউজ মি' বলেন এক মহিলা। আর এতেই চটেন ওই যুবক। মারাঠির বদলে ইংরেজি ব্যবহার করায় তাঁদের উপর চড়াও হন ওই যুবক। মারধর করেন। ওই দুই মহিলাকে বাঁচাতে আসেন এক ব্যক্তি। তাঁকেও মাথায় রড দিয়ে আঘাত করেন ওই যুবক। এই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

মারাঠি বলতে না পারায় হেনস্থার শিকার দুই মহিলা

প্রসঙ্গত, সস্প্রতি মহারাষ্ট্র জুড়ে মারাঠি ভাষাকে বাধ্যতামূলক করার প্রচার শুরু করেছে রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। আর এতেই সমস্যার মুখে পড়তে হচ্ছে ভিন রাজ্য থেকে আসা মানুষজনদের। কিছুদিন আগেই, মারাঠি বলতে না পারায় এমএনএস কর্মীদের হেনস্থার শিকার হন এক নিরাপত্তারক্ষী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিয়ো। যাকে ঘরে নিন্দের ঝড় ওঠে।

মারাঠির বদলে ইংরেজি, 'এক্সকিউজ মি' বলায় দুই মহিলাকে বেধড়ক মারধর যুবকের