হবু জামাই ও শাশুড়ি (ছবিঃX)

নয়াদিল্লিঃ হাতে আর ১০ দিন মাত্র। তারপরই বাজত সানাই। কনের (Bride) বাড়িতে চলছিল শেষ মুহূর্তের প্রস্তুতি। কিন্তু একটা খবরেই সব আনন্দে ভাটা পড়ল। শোনা গেল, হবু জামাইয়ের (Son In Law) হাত ধরে পালিয়েছেন পাত্রীর মা (Mother)। ঘটনাটি ঘটেছে, উত্তর প্রদেশের (Uttar Pradesh)আলিগড়ে। জানা গিয়েছে, আলিগড়ের শিবানীর সঙ্গে বিয়ে ঠিক হয় রাহুল নামে এক যুবকের। আগামী ১৬ এপ্রিল চার হাত এক হওয়ার কথা ছিল। সেই মতোই চলছিল প্রস্তুতি। কার্ড ছাপানো থেকে আত্মীয়স্বজনদের নিমন্ত্রণ, প্রায় শেষের পথে সবই। এরই মাঝে গত ৬ এপ্রিল হবু জামাই রাহুলের সঙ্গে পালান শিবানীর মা। শুধু তাই নয়, মেয়ের বিয়ের জন্য কেনা ৫ লক্ষ টাকার গয়না ও নগদ ৩ লক্ষ টাকা নিয়ে ঘর ছেড়েছেন পাত্রীর মা। মায়ের এই কাণ্ডে বাকরুদ্ধ মেয়ে। সমাজের কাছে মুখ দেখানো দায় হয়েছে অসহায় বাবা-মেয়ের।

হবু জামাইয়ের সঙ্গে পালাল শাশুড়ি

সংবাদমাধ্যমকে শিবানী বলেন, "১৬ এপ্রিল আমার বিয়ে ছিল। আমার হবু বরের নাম রাহুল। গত ৬ এপ্রিল আমার মা রাহুলের সঙ্গে পালিয়ে গিয়েছে। বিগত ৩-৪ মাস ধরে মা রাহুলের সঙ্গে ফোনে কথা বলত। ঘণ্টার পর ঘণ্টা ফোনে ব্যস্ত থাকত ওরা। রাহুল যা বলত মা তাই-ই শুনত। আমার বিশ্বাস রাহুলের কথাতেই টাকা-পয়সা ও গয়না নিয়ে গিয়েছে মা।" সবশেষে, শিবানী জানান, মা যেখানেই যাক না কেন, গয়না ও টাকাপয়সা যেভাবেই হোক ফেরত দিতে হবে। অন্যদিকে শিবানীর বাবা বলেন , "আমি কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকি। এই বিষয়ে তেমন কিছুই জানতাম না। সম্প্রতি জানতে পারি হবু জামাই মেয়ের সঙ্গে কথা বলতে চাইত না। অথচ আমার স্ত্রীর সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা কথা বলত। এসব শুনে আমার খানিক সন্দেহ হয়। কিন্তু সামনে মেয়ের বিয়ে হওয়ায় এসব ভুলে যাই। ভেবেনি বিয়ে নিয়েই হয়তো কথা বলে ওরা।" শিবানীর অভিযোগ, মাকে অনেকবার ফোন করেও পাওয়া যায়নি। স্ত্রীকে ফোন করতে থাকেন শিবানীর বাবাও। এরপর শ্বশুরকে ফোন করে হবু জামাই রাহুল বলেন, "২০ বছর ধরে স্ত্রীকে অনেক জ্বালিয়েছেন। এবার মুক্তি দিন। ওকে ভুলে যান।" এরপরই ফোন বন্ধ করে দেন রাহুল। এই ঘটনায় আপাতত পুলিশে নিখোঁজ মামলা দায়ের করা হয়েছে।

 মেয়ের বিয়ের ১০ দিন বাকি, হবু জামাইয়ের সঙ্গে পালাল মা