কলকাতা, ১০ এপ্রিল: শিক্ষক নিয়োগ মামলায় (SSC Recruitment Scam) গোটা রাজ্য (West Bengal) জুড়ে তোলপাড় শুরু হয়েছে। কারা যোগ্য এবং কারা অযোগ্য, তা নিয়ে চর্চা চলছে সুপ্রিম কোর্টের (Supreme Court) তরফে ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের পর। ২০১৬ সালের যে ২৬ হাজার শিক্ষকের নিয়োগের প্যানেল বাতিল করা হয়েছে, তার জেরে বুধবার রাজ্যের (West Bengal) একাধিক জায়গায় শিক্ষকরা শান্তিপূর্ণ প্রতিবাদ করেন। তবে উত্তেজনা ছড়ায় কসবায় (Kasba)। সেখানে ডিআই অফিসের সামনে বেশ কিছু শিক্ষকের উপর পুলিশ (Kolkata Police)লাঠি চালায়। যা নিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে।
কসবায় শিক্ষকদের একাংশের উপর পুলিশ লাঠি চালালে, তা নিয়ে জোরদার সমালোচনা শুরু হয়। স্যার, ম্যাডামদের গায়ে কেন পুলিশ হাত তুলল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বিষয়টি নিয়ে যত সমালোচনা বাড়ে, ততই রাজনৈতিক উত্তাপও হয় উর্দ্ধমুখী।
দেখুন সেই ছবি যেখানে বাবার সঙ্গে প্রতিবাদে সামিল হয় ছোট্ট শিশুটিও...
আর এসবের মাঝে এবার দেখা গেল এক হৃদয় বিদারক ছবি। যেখানে এক চাকরিহারা শিক্ষককে দেখা যায়, নিজের ছেলের সঙ্গে রাস্তায় প্রতিবাদে অংশ নিতে। ওই শিক্ষক নিজের হাতে ওএমআর শিট রেখে, শিশুকে কোলে বসান। ছোট ছেলের হাতে 'আমার বাবা যোগ্য শিক্ষক।' দেখা যায় এমন পোস্টার। খুদের হাতে ওই পোস্টার দেখে, মন ভেঙে যায় বহু মানুষের।
নিজের যোগ্যতায়, দুর্নীতি না করে চাকরি পেয়েও কেন এই ধরনের হাল হচ্ছে শিক্ষকদের, তা নিয়ে জোর তরজা শুরু হয়। চাকরিহারা বাবার সঙ্গে বসে ছোট শিশুটিও যে বিচার চাইছে, তা দেখে মন কেঁদে ওঠে আপামর মানুষের। ফলে ওই ছবি সামনে আসতেই তা নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায়।