Teachers (Photo Credit: IANS/X)

কলকাতা, ৯ এপ্রিল: কসবা ডিআই (Kasba DI Office)অফিসে চাকরিহারা শিক্ষকরা হাজির হলে তাঁদের মার খেতে হয়। কসবা ডিআই অফিসে চাকরিহারা শিক্ষকরা হাজির হলে, তাঁদের ঢুকতে দেওয়া হয়নি। উলটে শিক্ষকদের উপর পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ। কসবায় ডিআই অফিসে চাকরিহারা যোগ্য শিক্ষকদের (Teachers) লাঠির বাড়ি পুলিশের হাতে খেতে হয়।

চাকরি হারিয়ে ডিআই অফিসের সামনে বসে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করছিলেন অনেকে। যোগ্যদের তালিকা যাতে প্রকাশ করা হয় সুপ্রিম কোর্টের তরফে, সেই দাবি নিয়ে চাকরিহারা শিক্ষকরা হাজির হন কসবায় ডিআই অফিসের সামনে। তবে চাকরিহারা শিক্ষকরা হাজির হলে, তাঁদের উপর লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ। যা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠ কসবার (Kolkata) ডিআই অফিস চত্ত্বর।

আরও পড়ুন: Supreme Court-Mamata Banerjee: মমতা সরকারের বড় স্বস্তি, অতিরিক্ত শূন্যপদ তৈরিতে CBI তদন্তের নির্দেশ বাতিল করল সুপ্রিম কোর্ট

দেখুন তমলুকে চাকরিহারা শিক্ষকদের ভিড়...

 

কসবার পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) তমলুকে যে ডিআই অফিস রয়েছে, সেখানেও যোগ্য চাকরি প্রার্থীরা ভিড় জমাতে শুরু করেন। তবে তমলুকের ডিআই অফিসে তালা লাগানো থাকে। ফলে সেখানে প্রবেশ করতে পারেননি চাকরিহারা শিক্ষকরা। যদিও তাঁদের যাতে শিগগিরই স্কুলে ডাকা হয় এবং ওএমআর সিট দেখানো হয়, সে বিষয়ে দাবি জানান যোগ্য চাকরিহারা শিক্ষকরা।